For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপুঞ্জে নিজের দেশের লোকেদের কাছেই হেনস্থার শিকার পাকিস্তানি দূত

নিজের দেশের লোকের কাছেই চরম অপমানিত হলেন রাষ্ট্রপুঞ্জের পাকিস্তানের দূত মলিহা লোধি। আপনি চোর, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার কোনও অধিকার নেই।

Google Oneindia Bengali News

নিজের দেশের লোকের কাছেই চরম অপমানিত হলেন রাষ্ট্রপুঞ্জের পাকিস্তানের দূত মলিহা লোধি। আপনি চোর, পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার কোনও অধিকার নেই। নিউ ইয়র্কে প্রকাশ্যে এভাবেই হেনস্থার স্বীকার হলেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের দূত মলিহা লোধি।

রাষ্ট্রপুঞ্জে নিজের দেশের লোকেদের কাছেই হেনস্থার শিকার পাকিস্তানি দূত

রাষ্ট্রপুঞ্জের একটি অনুষ্ঠানেই যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত দুই পাকিস্তানি যুবক যেভাবে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন তাতে আর বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি লোধি। সভা শেষ হওয়ার আগেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।

সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে অনুষ্ঠানে উপস্থিত দুই পাকিস্তানি যুবক তাঁকে দেখে চি‌ৎকার করে বলছে, '‌তুমি চোর, ১৫-২০ বছর ধরে কি করছ এখানে?‌ নিজের দেশের প্রতিনিধিত্ব করার অধিকার তোমার নেই।'‌ সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সময়েই এই তীব্র আক্রমণ ভেসে আসে তাঁর দিকে।

যুবককে পাশে সরিয়ে নিয়ে গিয়ে শান্ত হওয়ার কথা বলা হলেও কোনও ফল হয়নি। ওই পাকিস্তানি যুবক এক টানা লোধিতে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকেন। সাংবাদিক বৈঠক ছেড়ে লোধি যখন বেরিয়ে যাচ্ছেন ঠিক সেসময় ওই যুবক তাঁকে হেনস্থাও করেন বলে অভিযোগ। চিৎকার করে ওই যুবক বলতে থাকেন, '‌গত তিন বছর ধরে আমাদের টাকা আত্মসাৎ করছো তুমি। পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করার কোনও অধিকার তোমার নেই।'‌

লোধিতে আক্রমণের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও তে শোনা গিয়েছে বিক্ষুব্ধ ওই পাকিস্তানি যুবক লোধিকে পাকিস্তান ফিরে যেতে বলছেন। টুইটারে এই ভিডিও আবার শেয়ারও করেছেন অনেক পাকিস্তানি। তাঁরা আবার যুবকের এই অভিযোগ সত্যি বলে টুইট করেছেন। লোধি রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করে গত ১৫ বছরে কিছু করেননি বলে সোশ্যাল মিডিয়ায সরব হয়েছেন একাধিক পাকিস্তানি নাগরিক।

English summary
Pakistan's permanent representative at UN Maleeha Lodhi was heckled by a countryman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X