For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খালিস্থানপন্থী সংগঠনকে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই

ভারতের বুকে নতুন করে খালিস্থানপন্থী মতাদর্শ জেগে উঠতে শুরু করেছে। সে কারণেই এবার অপারেশন ব্লু স্টারের বর্ষ পূর্তিতে নজিরবিহীন নিরাপত্তা ছিল অমৃতসর জুড়ে। ইমরান খানের শপথ গ্রহন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল খ

Google Oneindia Bengali News

ভারতের বুকে নতুন করে খালিস্থানপন্থী মতাদর্শ জেগে উঠতে শুরু করেছে। সে কারণেই এবার অপারেশন ব্লু স্টারের বর্ষ পূর্তিতে নজিরবিহীন নিরাপত্তা ছিল অমৃতসর জুড়ে। ইমরান খানের শপথ গ্রহন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল খালিস্থান পন্থী নেতাদের।

খালিস্থানপন্থী সংগঠনকে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই

সেই সূত্র ধরেই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই গোপনে মদত দিচ্ছে এই সব খালিস্থানপন্থী সংগঠন গুলিকে। গোয়েন্দারা জানতে পেরেছেন খালিস্থান পন্থী সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনাল গ্রুপকে ব্রিটেনে সংগঠন বাড়াতে মদত দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা।

আইএসআইয়ের মদতে ইতিমধ্যেই সংগঠনটি বার্মিংহাম, ডার্বি ও কভেন্ট্রিতে সংগঠন শক্তিশালী করে তুলেছে।

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন ব্রিটেনে বিভিন্ন শিখ ধর্মীয় সংগঠনকে প্রভাবিত করে পাঞ্জাবে ফের খালিস্থানপন্থী আন্দোলন জাগিয়ে তোলার পরিকল্পনায় রয়েছে তারা।

এমনিতেই ব্রিটেনে শিখ সম্প্রদায়ের বসবাস বেশি। এই বাবর খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের সাহায্য ব্রিটেনে বসবাসকারী ভারতীয়দের মগজ ধোলাই করার চেষ্টা করছে আইএসআই। বিদেশমন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারিক সম্প্রতি জানিয়েছেন ব্রিটেনে ভারত বিরোধী কার্যকলাপে মদত দিচ্ছে আইএসআই। সেখানে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের দেশ বিরোধী কাজে প্রভাবিত করছে তারা। এই নিয়ে ব্রিটিশ সরকারকে একাধিকবার সচেতনও করেছে বিদেশমন্ত্রক।

ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন ব্রিটেনে সোশ্যাস মিডিয়ায় একাধিক ভুয়ো খবর ছড়িয়ে ভারত বিরোধী মনোভাব তৈরি করছে আইএসআই। কয়েকদিন আগেই ব্রিটেনের সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছিল একটি খবর, যাতে প্রচার করা হচ্ছিল ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে শিখ জওয়ানদের উপর।

এমনকী করতারপুর করিডরে যাঁরা যাচ্ছেন সেই ভারতীয়দেরও টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই জাস্টিস ফর শিখ নামে ওই সংগঠনটি পাকিস্তানের লাহোরে একটি অফিস খুলেছে। জামাত-উদ-দাওয়ার জঙ্গি নেতা হাফিজ সইদের সঙ্গে এই সংগঠনের প্রতিনিধিরা একাধিকবার বৈঠকও করেছেন।

English summary
Pakistan’s ISI group aiding pro-Khalistan group in Britain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X