For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার, বাড়ি থেকে সপরিবারে উৎখাত করা হল তাঁকে, ভাইরাল ভিডিও

পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিং। বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গুলাবের কাহিনি। এবার ভাইরাল হল গুলাবের আরও একটি ভিডিও।

Google Oneindia Bengali News

পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার গুলাব সিং। বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গুলাবের কাহিনি। এবার ভাইরাল হল গুলাবের আরও একটি ভিডিও। এতে পাক সরকারের বিরুদ্ধে শিখ নিধনের অভিযোগ তুলেছেন পুলিশ অফিসার গুলাব। তাঁর অভিযোগ, পাক সরকারের নীতির জন্য তাঁকে এবং তাঁর পরিবারকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে।

পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার, বাড়ি থেকে সপরিবারে উৎখাত করা হল তাঁকে, ভাইরাল ভিডিও

ফেসবুকে আপলোড হওয়া এই ভিডিও-তে কান্নায় ভেঙে পড়েছেন গুলাব। জানিয়েছেন, স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি এখন রাস্তায় জীবন কাটাচ্ছেন। তাঁর বাড়িতে জোর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকী, তাঁর পাগড়িটা এবং চপ্পলও নিতে দেওয়া হয়নি। প্রকাশ্যে পাগড়ি ছাড়া তাঁকে চুল খুলে রাখতে হয়েছে। একজন শিখ ধর্মালম্বির কাছে এটা ঘোর পাপ বলেও জানিয়েছেন তিনি।

১৯৪৭ সালে দেশ ভাগের সময়ও পাকিস্তানের ভিটে-মাটি ছাড়েননি গুলাবের পূর্বপুরুষ। কিন্তু পাকিস্তান থেকে ক্রমেই শিখদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। গুলাব তাঁর বয়ানে উৎখাতের জন্য ইভাকুয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ড বা ইটিপিবি-র দিকে আঙুল তুলেছেন। এই ইটিপিবি- পাকিস্তানের ইখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পেরেন্ট বডি। ১৯৬০ সালে এই ইটিপিবি তৈরি করা হয়েছিল। পাকিস্তানে বসবাসকারী শিখদের সঙ্গে যাতে দুর্ব্যবহার না করা হয় সেই জন্য শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি বা এসজিপিসি-র সঙ্গে ইটিপিবি চুক্তিও করেছিল বলে দাবি গুলাব সিং-এর। কিন্তু সে সব কিছু এখন মানা হচ্ছে না। ইটিপিবি মাথায় থাকা শিখ ধর্মালম্বিদের দিয়ে অন্য শিখদের উপর অত্যাচার চালানোরও অভিযোগ এনেছেন তিনি।

পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসার, বাড়ি থেকে সপরিবারে উৎখাত করা হল তাঁকে, ভাইরাল ভিডিও

গোটি বিষয়টি নিয়ে পাক আদালতে মামলাও করেছেন গুলাব। দিল্লির শিখ গুরদুয়ারা ম্যানেজমেন্ট কমিটিকেও চিঠি দিয়েছেন। সেই সঙ্গে পাকিস্তান শিখ গুরদুয়ারা প্রবন্ধক কমিটির প্রধান তারা সিং-এর দিকেও অভিযোগের আঙুল তুলেছেন। গোটা ঘটনার পিছনে তারা রয়েছেন বলেই তাঁর অভিযোগ। ২০১৬ সালেই তারা সিং-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন গুলাব। তারা এবং তাঁর কিছু সঙ্গীর বিরুদ্ধে দুর্নীতির মামলাও চলছে। যদিও, কেন গুলাবকে উৎখাত করা হয়েছে তা নিয়ে কোনও বিবৃতি দেয়নি ইটিপিবি।

English summary
Gulab Singh, the first Sikh Pakistan Police Officer is evicted from his home. The video goes viral on Facebook.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X