For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমে হাবুডুবু প্রেমিকের পাক-প্রেমিকার দেখা পেতে কাটল ছ-বছর, এবার ঘরে ফেরার পালা

পাক তরুণীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন যুবক। শেষপর্যন্ত প্রেমিকার ডাকে সাড়া দিয়ে সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন পাকিস্তানেও। তারপরই ঘটল বিপত্তি।

  • |
Google Oneindia Bengali News

অনলাইনে এক তরুণীর সঙ্গে পরিচয়, তারপর প্রেম। কিছুদিনের মধ্যেই সেই পাক তরুণীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন যুবক। শেষপর্যন্ত প্রেমিকার ডাকে সাড়া দিয়ে সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিলেন পাকিস্তানেও। তারপরই ঘটল বিপত্তি। ভিনদেশি বান্ধবীর সঙ্গে দেখা করতে চাওয়ার খেসারত দিতে হল তাঁকে। ছ-বছর বন্দি থাকার পর অবশেষে মঙ্গলবার মুক্তি পেতে চলেছেন হামিদ। ফিরতে চলেছেন দেশে।

প্রেমে হাবুডুবু প্রেমিকের পাক-তরুণীর দেখা পেতে কাটল ছ-বছর

২০১২ সালের ১৫ ডিসেম্বরের ঘটনা। মুম্বইয়ের বাসিন্দা হামিদ আনসারির সঙ্গে অনলাইনে পরিচয় হয়েছিল এক তরুণীর। তরুণী পাকিস্তানের বাসিন্দা। প্রেমের টানে প্রেমিক হামিদ আফগানিস্তান সীমানা দিয়ে চলে গিয়েছিলেন পাকিস্তানে। বানিয়েছিলেন একটি নকল পরিচয়পত্র। এরপর নকল পরিচয়পত্র দেখে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ।

তারপর থেকেই পেশোয়ারের জেলেই কাটছে তাঁর। বিচারপক্রিয়ার পর তাঁকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল পাক আদালত। সেই কারাবাসের মেয়াদ শেষ হয়েছে দুদিন আগেই। সমস্ত কাগজপত্র প্রস্তুত হওয়ার পর তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। এই অবস্থায় ১৬ ডিসেম্বর তাঁকে ওয়াঘা সীমান্ত প্রত্যর্পণ করার তোড়জোড় শুরু হয়।

কিন্তু হামিদের আইনজীবীর অভিযোগ, পাকিস্তান সরকারের তরফে হামিদকে ভারতে ফেরানোর জন্য কোনও নথিপত্রই তৈরি করা হয়নি। ফলে ১৬ ডিসেম্বর তাঁকে প্রত্যার্পণ সম্ভবপর হয়নি। এই অবস্থায় কাগজপত্র প্রস্তুত হওয়ার পর মঙ্গলবার তাঁকে ভারতে পাঠানো হচ্ছে। হামিদের আইনজীবী বিষয়টি পাকিস্তান হাইকোর্টে জানানোর পরই পুনরায় উদ্যোগ শুরু হয়।

English summary
Pakistan releases an Indian citizen Hamid Ansari after six years. He went to Pakistan in wrong way to meet with girlfriend.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X