For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুডউইল জেস্চার, স্বাধীনতা দিবসের আগেই স্বাধীনতা পেলেন গজানন্দ, মুক্ত আরও ২৯

পাকিস্তান তাদের স্বাধীনতা দিবসের আগের দিন গুড উইল জেস্চার হিসেবে ৩০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবছরের স্বাধীনতা দিবসটা গজানন্দ শর্মার কাছে আক্ষরিক অর্থেই স্বাধীন হওয়ার দিন। গত ৩৬ বছর ধরে তিনি বন্দী ছিলেন পাক জেলে। গত সোমবার দুই দেশের স্বাধীনতা দিবসের আগে গুডউইল জেস্চার হিসেবে গজানন্দ-সহ ৩০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিয়েছে পাকিস্তান। এই ৩০ জনের মধ্যে আছেন ২৭ জন মৎসজীবীও।

স্বাধীনতা দিবসের আগেই স্বাধীনতা পেলেন গজানন্দ

সোমবার ওয়াঘা সীমান্তে তাদের ভারতীয় কর্তৃপক্ষে হাতে তুলে দেয় পাকিস্তান। সেখানে উপস্থিত ছিলেন তাদের পরিবারবর্গ। এক বিবৃতিতে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, 'মানবিকতা নিয়ে পাকিস্তান রাজনীতি করে না। সেই নীতি অনুসারেই এই ভারতীয়দের মুক্তি দেওয়া হল।'

স্বাধীনতা দিবসের আগেই স্বাধীনতা পেলেন গজানন্দ

আর তাতেই ৩৬ বছর পর স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন গজানন্দ শর্মা। ফিরেছেন নিজের বাড়িতে। মঙ্গলবার জয়পুরের বাড়িতে তাঁদের দুজনকে রীতিমতো মালা পরিয়ে উৎসবে মাতেন পরিবার ও প্রতিবেশীরা। গজানন্দের মুখেও হাসি বাধ মানছিল না।

স্বাধীনতা দিবসের আগেই স্বাধীনতা পেলেন গজানন্দ

তবে দুই দেশেই মৎসজীবীরা মাছ ধরতে গিয়ে প্রায়শয়ই জলসীমা টপকে যান। আটকও হন, কাটাতে হয কারাগারে। এর অন্যতম কারণ ভারত ও পাকিস্তানের জলসীমা কোথাও চিহ্নিত করার ব্যবস্থা নেই। জেলে নৌকাতে সীমানা বোঝার মতো আধুনিক যন্ত্রও থাকে না। এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মেনে নিয়েছেন দুই দেশের কর্তারাই। জুলাই মাসে ভারত সরকার জানিয়েছিল পাকিস্তানের বিভিন্ন কারাগারে প্রায় ৪৭০ জন

English summary
Pakistan released 30 Indian prisoners as the goodwill gesture before their Independence Day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X