For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভারত চায় আমার মৃত্যু হোক’, পাল্টা বার্তা পাকিস্তানের ‘শক’ লেগে ভাইরাল হওয়া মন্ত্রীর

মাইক্রোফোন ধরে বৈদ্যুতিক শক খেয়ে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। শনিবার তিনি দাবি করলেন, ভারত তাঁকে মারতে চায়।

  • |
Google Oneindia Bengali News

মাইক্রোফোন ধরে বৈদ্যুতিক শক খেয়ে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। শনিবার তিনি দাবি করলেন, ভারত তাঁকে মারতে চায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে শেখ রশিদ বলেন, 'ভারত চায় আমার মৃত্যু হোক। কিন্তু ভারত জেনে রেখো আমি এত সহজ মরব না।'

‘ভারত চায় আমার মৃত্যু হোক’, পাল্টা বার্তা পাকমন্ত্রীর

শুক্রবার শেখ রশিদ মাইক্রোফোন ধরে যখন পাকিস্তানের একটি সমাবেশ চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বলছিলেন, তখনই বৈদ্যুতিক শক পেয়েছিলেন। টুইটারে এক পাকিস্তানি সাংবাদিকের পোস্ট করা একটি ভাইরাল ভিডিওতে শেখ রশিদ আক্ষেপ করে বলেছিলেন, "ওঁই কারেন্ট লাগ গায়া। খায়র কোই বাত নাহি। আমি মনে করি শক্তি ফিরে এসেছে।

যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল সে প্রসঙ্গে শেখ রশিদ বলেন, গতকাল আমি কারেন্ট শক খেয়েছি এরপরই পুরো মিডিয়া উৎফুল্ল হয়ে ওঠে। আসলে ওরা চায় আমার মৃত্যু হোক। আমি যখন মারা যাব তখন ভারত আমার কফিনটি খুলবে এবং নিশ্চিত করবে যে আমি কিনা।

জম্মু ও কাশ্মীরের অবস্থা সম্পর্কে শেখ রশিদ বলেছিলেন, 'কাশ্মীরের বিরুদ্ধে আক্রমণ চালানোর অধিকার পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে। কারণ কাশ্মীর ফের ফিরে গিয়েছে ১৯৪৭ সালের অবস্থায়। তাই পাকিস্তান অনধিকার চর্চা করছে না। কাশ্মীরকে অস্থির করে তুলেছে ভারতই। জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

তিনি ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি কখনও লাহোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তবে আমাদের কাছে স্মার্ট বোমা রয়েছে যেগুলি সেই ট্যাঙ্কগুলিতে আঘাত হানবে এবং পাকিস্তান আক্রমণ করবে ভারতীয় সেনার উপর। তিনি আরও বলেন, আমাদের কাছে সমস্ত রকমের গুলি রয়েছে। ছোট থেকে বড় পর্যন্ত আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে। ভারতকে আমরা দেখে নেব।

এরপর তিনি যুদ্ধ ও বোমার কথা ছেড়ে জম্মু ও কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা লাঘব করার পরামর্শ দেন। "তৃতীয় পথের" পরামর্শ দিয়ে তিনি বলেন, আলোচনায় আসুন এবং কাশ্মীরের সমস্যা সমাধান করুন। এটি উভয় দেশের পক্ষে ভাল।

শেখ রশিদ এরপর বলেছিলেন, আমি সমঝোতা বা থর এক্সপ্রেস চালুর কথা বলছি না। কারণ আমি জানি এগুলি উভয় দেশের মধ্যে মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত হয়েছিল। ভারত সরকার ৩৭০ ধারা অনুচ্ছেদ বাতিল করেছিলেন এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আমাদের প্রতিবাদে পাকিস্তান আকাশসীমা বন্ধ করার সি্দ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আকাশসীমা বন্ধ করে দেওয়া মন্ত্রিসভার সিদ্ধান্ত, আমার নয়।

English summary
Pakistan Railway Minister Sheikh Rashid has accused India of electrocuting him and wanting him to die. A day after he got an electric shock went viral on social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X