For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের প্রস্তাবে খুশি! ভারতকে আলোচনার টেবিলে টানতে আমেরিকার ওপর নির্ভরতা ইমরানের

কাশ্মীর নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দুই প্রতিবেশীর বিতর্কিতএই সমস্যা দ্বিপাক্ষিকভাবে মেটার নয়।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে খুশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিন তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দুই প্রতিবেশীর বিতর্কিত এই সমস্যা দ্বিপাক্ষিকভাবে মেটার নয়।

ট্রাম্পের প্রস্তাবে খুশি! ভারতকে আলোচনার টেবিলে টানতে আমেরিকার ওপর নির্ভরতা ইমরানের

তিনদিনের সফরে ওয়াশিংটনে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে সোমবার যুগ্ম সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প ও ইমরান। এর আগে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও কাশ্মীর এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়ে দুপক্ষের আলোচনা হয় বলে জানা গিয়েছে। পরে সাংবাদিক বৈঠকেই ট্রাম্প
দাবি করেন, কয়েক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী তাঁকে বিষয়টিতে মধ্যস্থতা করার জন্য বলেছেন। মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে তাঁর আপত্তি নেই বলেও জানান ট্রাম্প।

ট্রাম্পের দাবি নিয়ে শোরগোল পড়তেই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয় জানায় বিদেশমন্ত্রক। জানানো হয় জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্দ অঙ্গ। বিষয়টি দ্বিপাক্ষিক। এব্যাপারে ভারতের পক্ষ থেকে আমেরিকার প্রেসিডেন্টকে কোনও অনুরোধ করা হয়নি।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প যদি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে পারেন, তাহলে কাশ্মীরের বাসিন্দাদের শুভকামনা ও প্রার্থনা
তাঁর সঙ্গে থাকবে। ট্রাম্পের কথায় স্বভাবতই খুশি তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় কাশ্মীর পরিস্থিতির সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

[আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে][আরও পড়ুন:মোদী আমাকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে বলেছে!ট্রাম্পের উটকো দাবি মুহূর্তে তছনছ করল কূটনীতির দুনিয়াকে]

এপ্রসঙ্গে ইমরান বলেন, জেনারেল পারভেজ মুশারফ এবং ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মধ্যে আলোচনায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও কোনও সমাধান সূত্র বের করতে পারেনি। তারপর থেকেই দুপক্ষই একে অপরের থেকে দূরে সরে রয়েছে বলে জানিয়েছেন ইমরান। ভারতের আলোচনার টেবিলে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে আমেরিকা একটা বড় ভূমিকা নিতে পারে বলেও মন্তব্য করেছেন ইমরান।

ইমরান খান সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণা পত্রের কথাও উল্লেখ করেন।

২০১৬-র জানুয়ারিতে পাঠানকোটে বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা. বসেনি। ভারতের বক্তব্য হল কথা ও জঙ্গি কার্যকলাপ একসঙ্গে চলতে পারে না।

[আরও পড়ুন:আমেরিকার সিস্টেমেই সমস্যা! ট্রাম্পের দাবি প্রসঙ্গে আক্রমণ বিজেপির][আরও পড়ুন:আমেরিকার সিস্টেমেই সমস্যা! ট্রাম্পের দাবি প্রসঙ্গে আক্রমণ বিজেপির]

English summary
Pakistan PM Imran Khan welcomes Trump's offer of mediation on Kashmir. He claimsthis problem won't be resolve bilaterally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X