For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো ভিডিও টুইট করে ভারত বিরোধিতা করতে গিয়ে ফের ব্যাকফুটে ইমরান খান

  • |
Google Oneindia Bengali News

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নানা রাজ্যে বিক্ষোভ চলছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিরোধী দলগুলি বিরোধিতা করছে। এই ঘটনায় ফের একবার নাক গলালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংখ্যালঘুদের ওপরে নরেন্দ্র মোদী সরকার অত্যাচার চালাচ্ছে। এই দাবি করে বাংলাদেশের একটি পুরনো ভিডিও উত্তরপ্রদেশের ঘটনা বলে চালানোর চেষ্টা করেছেন তিনি।

ভুয়ো ভিডিও টুইট করে ভারত বিরোধিতায় নেমে ব্যাকফুটে ইমরান খান

ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের বিরুদ্ধে পুলিশ নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন। সেই ভিডিও বা ছবিতে দেখা যাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চরম নির্যাতন করছে। তবে এই ঘটনা ভারতের নয়, তা বোধহয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানেন না।

ঘটনা হল, এটি একটি পুরনো ভিডিও। এবং এটি নাগরিকত্ব সংশোধনী আইন অথবা জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে বিক্ষোভের নয়। এমনকী এই ভিডিওর সঙ্গে ভারতের কোনও যোগ নেই। এটি বাংলাদেশের ভিডিও। বাংলাদেশের ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ভিডিও।

প্রায় সাত বছর আগে এটি ইন্টারনেটে আপলোড করা হয়। সম্ভবত এটি এত বছর আগের একটি ভিডিও যা সেইসময় ইন্টারনেটে আপলোড করে ছাড়া হয়েছিল। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিছু না জেনেই অথবা সবকিছু জেনেই ভুল ভিডিও বাজারে ছড়িয়ে ভারত-বিরোধিতায় নেমেছেন।

এমন ফেক ভিডিও টুইট করার বিরুদ্ধে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কড়া নিন্দা করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশও ইমরান খানকে একহাত নিয়েছে।

English summary
Pakistan PM Imran Khan Tweets Old Bangladeshi Video as UP violence against muslims on CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X