For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিকে মোদী-জিনপিং বৈঠক, অন্যদিকে পাকিস্তানের করাচিতে কী ঘটতে চলেছে! ইমরানদের গোপন ফন্দি ফাঁস

দুপুর ২ টো নাগাদ তামিলনাড়ুর মন্দিরের শহর মহাবলীপুরমের কাছে মামাল্লাপুরমে সংগঠিত হতে চলেছে মোদী -জিনপিং বৈঠক।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর মন্দিরের শহর মহাবলীপুরমে সংগঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী - শি জিনপিং বৈঠক। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকের দিকে গোটা দক্ষিণ এশিয়ার নজর রয়েছে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের করাচিতে চলছে গোপন এক পরিকল্পনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই তথ্য প্রকাশিত হয়েছে।

পাকিস্তানি বায়ুসেনাকে নোটিস!

পাকিস্তানি বায়ুসেনাকে নোটিস!

জানা গিয়েছে, পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটিস এর তরফে একটি নোটিস ইস্যু করা হয়েছে। জানা গিয়েছে, ১০ অক্টোবর, ১১ ও ১২ অক্টোবর সকাল ৯:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিটে পাকিস্তানি বায়ু সেনার উদ্দেশে এই নোটিস ইস্যু করা হয়েছে । যেখানে মিসাইলের উল্লেখ করা হয়েছে। আর তা থেকেই আশঙ্কা যে , এদিন দুপুরে ভারতের চেন্নাইতে যখন মোদী-জিনপিং বৈঠক চলবে, তখন সম্ভবত পাকিস্তান মিসাইল উৎক্ষেপণে ব্যস্ত থাকবে।

করাচিতে চাঞ্চল্য

করাচিতে চাঞ্চল্য

করাচি বিমানবন্দর থেকে বিভিন্ন বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ ইসলামাবাদ থেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর তা কোনও মিসাইলের পরীক্ষা মূলক উৎক্ষেপণের জন্যই করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর আগে গজনভি মিসাইল উৎক্ষেপণের জন্যও এমন নোটিস ইস্যু করেছিল পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটিস।

 ভারত-চিন সম্পর্ক ও পাকিস্তান

ভারত-চিন সম্পর্ক ও পাকিস্তান

এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের নজর থাকছে মহাবলীপুরমে। কারণ সেখানেই মোদী ও জিনপিং বৈঠক আয়োজিত হতে চলেছে। যে নির্ধারিত সময়ে এই বৈঠক আয়োজিত হতে চলেছে, সেই সময়ই সম্ভবত পাকিস্তান মিসইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে বলে মনে করা হচ্ছে।

কোন জায়গায় হতে পারে উৎক্ষেপণ

কোন জায়গায় হতে পারে উৎক্ষেপণ

সূত্রের দাবি, করাচি থেকে উত্তর পশ্চিম দিকে কোনও একটি জায়গায় আজ পাকিস্তান মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা মোদী সরকার তুলে নেওয়ার পর থেকেই এই ইস্যুতে হালে পানি পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইমরান প্রশাসন। আর আজকের মিসাইল পরীক্ষা তারই একটি দিক বলে মনে করা হচ্ছে।

<strong>['শস্ত্র পুজো' ইস্যুতে রাজনাথকে সমর্থন পাকিস্তানের সেনার আসিফ গফুরের! টুইট ঘিরে চাঞ্চল্য]</strong>['শস্ত্র পুজো' ইস্যুতে রাজনাথকে সমর্থন পাকিস্তানের সেনার আসিফ গফুরের! টুইট ঘিরে চাঞ্চল্য]

[মাল্লপূরমে মোদী-জিনপিংয়ের বৈঠক ঘিরে চূড়ান্ত নিরাপত্তা, সমুদ্রে প্রহরায় নৌসেনা][মাল্লপূরমে মোদী-জিনপিংয়ের বৈঠক ঘিরে চূড়ান্ত নিরাপত্তা, সমুদ্রে প্রহরায় নৌসেনা]

English summary
Pakistan plans to test missile in Karachi when PM Modi meets Xi Jinping.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X