For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পাকিস্তানের ভন্ডামির পর্দাফাঁস! জইশ ও তালিবানদের দিয়ে ভারতে হামলার ছক আইএসআই-এর

জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যে ভুয়ো ব্যবস্থা নিচ্ছে তা ফের একবার সকলের সামনে প্রমাণ করে দিলেন ভারতীয় গোয়েন্দারা।

  • |
Google Oneindia Bengali News

জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান যে ভুয়ো ব্যবস্থা নিচ্ছে তা ফের একবার সকলের সামনে প্রমাণ করে দিলেন ভারতীয় গোয়েন্দারা। পাকিস্তানের মাটিতে এখনও একইরকমভাবে সক্রিয় জঙ্গিরা। এবং ভারত বিরোধী নাশকতার ছক যে বন্ধ হয়নি তা ভারতীয় ইন্টেলিজেন্স ফের ফাঁস করে দিয়েছে।

পাকিস্তানের নয়া ছকের পর্দাফাঁস ভারতের, জইশ ও তালিবানদের দিয়ে ভারতে হামলার ছক ইমরানের দেশের

ইসলামাবাদের মিথ্যার পর্দাফাঁস করে ভারতীয় ইন্টেলিজেন্স জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারত বিরোধিতার ছক কষে চলেছে। এক্ষেত্রে কাজে লাগিয়েছে জইশ ই মহম্মদ ও তালিবান জঙ্গিদের।

পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের আগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গি কম্যান্ডাররা আলোচনায় বসেছিল।

সেখানে স্থির হয়, একযোগে জইশ, তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা ভারত বিরোধিতায় শামিল হবে। তিন সংগঠনে জঙ্গিরা একসঙ্গে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাস ছড়ানোর ডাক দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

[আরও পড়ুন; মাসুদ আজহারকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা পরিষদে চিনকে একঘরে করে দিয়েছে ভারত ][আরও পড়ুন; মাসুদ আজহারকে বাঁচাতে গিয়ে নিরাপত্তা পরিষদে চিনকে একঘরে করে দিয়েছে ভারত ]

ইন্টেলিজেন্স সূত্রে খবর, আফগানিস্তানে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় দূতাবাসে হামলা চালাতে পারে জঙ্গিরা। আর এই জঙ্গি যোগাযোগের মূল হোতা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তারাই এই জঙ্গি গোষ্ঠীগুলিকে উসকিয়ে হামলা করতে উতসাহিত করছে ও প্রয়োজনীয় যতরকমের সাহায্য দেওয়া যায় তা সরকারি মদতে দিচ্ছে।

ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, এখনও পাক অধীকৃত কাশ্মীরে ১৬টি জঙ্গি শিবির সক্রিয়। গতবছরে ৫৬০ জন জঙ্গি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে। তাদেরই ভারত বিরোধী হামলায় কাজে লাগানো হচ্ছে।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের হত্যাকারীর ম্যানিফেস্টো! হামলাকারী জানাল কারণ][আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নিউজিল্যান্ডের হত্যাকারীর ম্যানিফেস্টো! হামলাকারী জানাল কারণ]

English summary
Pakistan plans joint terror strikes by JeM and Taliban in India, says intelligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X