For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সঙ্গে যুদ্ধ এবছরই হবে, কোন মাস তা জানিয়ে দিলেন পাকিস্তানি রেলমন্ত্রী

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে এর আগে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মধ্যে এর আগে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন। ভারত-পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কাশ্মীর ইস্যুতে বারবার ভারতকে নানা রকম হুমকি দিচ্ছেন। এর মধ্যেই তিনি ভবিষ্যৎবাণী করে বসে আছেন কবে ভারত আর পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ হতে পারে। তাঁর ভবিষ্যৎবাণী আগামী অক্টোবর-নভেম্বর মাসেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধবে।

কবে হবে ভারত-পাক যুদ্ধ

রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এটাই ভারত-পাকিস্তানের মধ্যে শেষ যুদ্ধ হবে।

রশিদের কথায়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যদি চাইত তাহলে কাশ্মীর নিয়ে এতদিনে গণভোট করে এই ইস্যুটিকে সমাধান করতে পারত। তবে তা হয়নি।

নিরাপত্তা পরিষদকে তুলোধোনা

নিরাপত্তা পরিষদকে তুলোধোনা

পাকিস্তানি রেলমন্ত্রী নিরাপত্তা পরিষদের পাশাপাশি বাকি মুসলিম দেশগুলোকে কাশ্মীর ইস্যুতে নিশ্চুপ থাকার জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

রশিদের কথায়, যারা ভাবছেন এখনও ভারতের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রয়েছে, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে চিন। সেটা রেলমন্ত্রী ফের একবার পরিষ্কার করে দিয়েছেন।

চিনকে ধন্যবাদ

চিনকে ধন্যবাদ

এজন্য চিনকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এর আগে পাকিস্তানি রেলমন্ত্রী দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছিলেন। এছাড়া তিনি এর আগে ভারত-পাকিস্তানের মধ্যে রেল যোগাযোগ বন্ধ করে দেন। এবং দাবি করেন তিনি যতদিন রেলমন্ত্রী থাকবেন দু'দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে না।

 যুদ্ধের ইতিহাস

যুদ্ধের ইতিহাস

প্রসঙ্গত এর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯। তিনটি যুদ্ধেই পাকিস্তান পরাজিত হয়েছে। তারপরও পাকিস্তানি রেলমন্ত্রী ভারতের বিরুদ্ধে যুদ্ধের স্বপ্ন দেখছেন।

English summary
Pakistan minister Sheikh Rashid Ahmed has predicted Indo-Pak war in October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X