For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের দাপট কমাতে নয়া ফন্দি পাকিস্তানের! এশিয়ায় নয়া অর্থনৈতিক মঞ্চ গড়ার ভাবনা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইসলামাবাদ, ১২ অক্টোবর : দক্ষিণ এশিয়ায় ভারতের দাপট দিন দিন বাড়ছে। ধারে-ভারে পাকিস্তানের চেয়ে বহু এগিয়ে ভারত। এদেশের এক কথায় সার্ক সম্মেলন নিমেষে বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, গোষ্ঠীভুক্ত দেশগুলি একেবারে ভারতের পক্ষ্যে ও পাকিস্তানের বিপক্ষে সওয়ালও করতে দ্বিধা করে না। [চিন ব্রহ্মপুত্রের জল আটকালে সমস্যায় পড়তে পারে ভারত!]

ভারতের এই দাপট ভাঙতে এবার উঠে পড়ে লেগেছে পাকিস্তান। সেদেশের সংবাদমাধ্যম বলছে, সার্কের পাল্টা হিসাবে চিন, ইরানের মতো কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে দক্ষিণ এশিয়াতে কোনও বিশেষ অর্থনৈতিক মঞ্চ গড়ে তোলা যায় কিনা তা নিয়ে ইতিমধ্যে তলে তলে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

ভারতের দাপট কমাতে নয়া ফন্দি পাকিস্তানের!

পাকিস্তানি সংবাদপত্র ডনের মতে, সার্কের মতো ৮ সদস্য দেশের গোষ্ঠীতে ভারতের বেজায় দাপট দেখে পাকিস্তান এবার দক্ষিণ এশিয়ায় বৃহত্তম অর্থনৈতিক মঞ্চ গড়ার ভাবনাচিন্তা শুরু করেছে। ['সিন্ধু জল চুক্তি' দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে চাইলে তা ব্যুমেরাং হতে পারে ভারতের কাছে!]

পাকিস্তানের সংসদের একটি দল গত সপ্তাহে নিউ ইয়র্কে গিয়েছে। সেখানেই সাংবাদিক বৈঠকে পাকিস্তানি সাংসদ মুশাহিদ হুসেন সঈদ জানিয়েছেন এই সম্ভাবনার কথা। এই মঞ্চে চিন, ইরান ও মধ্য এশিয়ার কয়েকটি রাষ্ট্র থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ!]

বলা হচ্ছে, পাক অধীকৃত কাশ্মীরের সিল্ক রুট বা দুদেশের ইকোনমিক করিডোরই দক্ষিণ ও মধ্য এশিয়াকে জুড়তে সাহায্য করবে। এখানে ভারত আসতে চাইলে তাদেরও স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন পাক সাংসদ।

নভেম্বরে ১৯তম সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে। তবে উরি হামলার পরে ভারত সেই সম্মেলন বয়কট করে। ভারতের দেখাদেখি নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশগুলি। এর বদলা নিতেই এবার কূটনৈতিক স্তরে পাল্টা আঘাত হানার প্রস্তুতি শুরু করে দিয়েছে পাকিস্তান। বিশেষজ্ঞদের মত তেমনটাই।

English summary
Pakistan Looking At Bigger SAARC To Counter India's 'Controlling Hold': Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X