For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের টুইটারেও 'ফলো' করছেন ইমরান খান! চাঞ্চল্যকর তথ্যে পাকিস্তানের মুখোশ ফের খুলল

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের জঙ্গি শিবির লস্কর-ই-তৈবা নতুনভাবে নিজেকে ঢেলে সাজিয়েছে কাশ্মীরে। কাশ্মীরের সন্ত্রাসের নতুন মুখ এখন দ্যা রেজিসটেন্স ফ্রন্ট। যেখানে ধর্মনিরপেক্ষভাবে সমস্ত কাশ্মীরিকে নিয়ে চলছে সন্ত্রাসে মদত। আর সেই সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে নজরদারিতে ভারতী গোয়েন্দাদের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য।

দ্যা রেজিসটেন্স ফ্রন্ট

দ্যা রেজিসটেন্স ফ্রন্ট

কাশ্মীরের বুকে এক বিয়ের রিসেপশন থেকে গোয়েন্দারা প্রথম টিআরএফ জঙ্গিদের নাগাল পান। এরপর থেকেই এই জঙ্গি গোষ্ঠীর ওঠাপড়া নজরদারিতে রেখেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। জম্মু ও কাশ্মীরকে রক্তস্না করাতে এরা জম্মুর পিরপঞ্জাল এলাকায় গড়ে উঠছে। উত্তর, মধ্য ও দক্ষিণ কাশ্মীরে লস্করের প্রথম সারির ৩ জঙ্গি এই সংগঠন চালাচ্ছে।

সেনার ওপর আক্রমণ শুরু!

সেনার ওপর আক্রমণ শুরু!

এদিকে, সেনার ওপর রীতিমতো আক্রমণ শুরু করেছে এই নতুন জঙ্গি সংগঠন। কেরান সেক্টারে সেনা ও টিআরএঅফ জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়ে গিয়েছে। সেনা জওয়ানদের হত্যা করে সোশ্যাল মিডিয়ায় তার দায়িত্ব স্বীকার করতেও পিছপা হয়নি এই সংগঠন।

হান্ডওয়ারা নিয়ে ইমরানের বার্তা

হান্ডওয়ারা নিয়ে ইমরানের বার্তা

হান্ডওয়ারায় সাম্প্রতিক জঙ্গিদের গুলিতে সেনা অফিসারদের মৃত্যুর ঘটনা কাশ্মীরের সমস্যা বলে টুইটারে উল্লেখ করেন পাকিস্তানের প্রানমন্ত্রী ইমরান খান। এমনকি তিনি নতুন জঙ্গি সংগঠন টিআরএফকে সমর্থনও করেছেন এই কাজের জন্য।

 জঙ্গিদের 'ফলো ' ইমরানের!

জঙ্গিদের 'ফলো ' ইমরানের!

টিআরএফ হান্ডওয়ারার ঘটনার দায় নিতেই , ইমরান লেখেন, ভারতীয় অত্যাচারকে কাশ্মীরে জবাব দিচ্ছে টিআরএফ। এর থেকেই স্পষ্ট যে টিআরএফ এর গতিবিধি টুইটারে 'ফলো' করছেন ইমরান খান। একটি দেশের রাষ্ট্রনেতা হয়ে তিনি যে জঙ্গি সংগঠনকে টুইটারে ফলো করে তার সমর্থন করছেন, তাতে অবশ্য কোনও দ্বিধা নেই ইমরানের।

অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়ের পরে এবার তামিলনাড়ুর থার্মাল পাওয়ার স্টেশনে বয়লার বিস্ফোরণঅন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়ের পরে এবার তামিলনাড়ুর থার্মাল পাওয়ার স্টেশনে বয়লার বিস্ফোরণ

English summary
Pakistan launches new terror’s group TRF, Imran Khan follows up on Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X