For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ কি 'গাঢ় ধূসর'! দেউলিয়া ইসলামাবাদ FATF-এ একঘরে

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন দেশ তথা অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়ে ইতিমধ্যেই দেউলিয়া অবস্থা পাকিস্তানের। অন্যদিকে, জঙ্গিদের আর্থিক মদতদাতা দেশের ওপর নজরদারির জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার ইঙ্গিত খানিকটা এরকম যে,খুব শিগগিরিই জঙ্গি মদতের জন্য পাকিস্তানের ভবিষ্যৎ 'গাঢ় ধূসর' তালিকার মধ্যে চলে যাবে।

 FATF-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

FATF-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জঙ্গিদের আর্থিক মদতের জন্য পাকিস্তনের বিরুদ্ধে FATF খুবই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। জানা গিয়েছে প্যারিসে আয়োজিত বিশেষ বৈঠকে এই প্রতিষ্ঠান পাকিস্তানকে 'গ্রে (ধূসর) ' বা 'ডার্ক (গাঢ়)' তাালিকাভূক্ত করতে চলেছে। যা সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের জন্য অত্যন্ত ভয়াবহ বিষয় হতে পারে।

 ধূসর বা গাঢ় তালিকার অর্থ কী?

ধূসর বা গাঢ় তালিকার অর্থ কী?

FATF যদি ধূসর ও গাঢ়তালিকাভূক্ত করে দেয় পাকিস্তানকে তাহলে, ইসলামাবাদ জঙ্গি মদত বন্ধ করার শেষ সুযোদ পাবে। যখন কোনও দেশকে জঙ্গি বা সন্ত্রাসে মদত থেকে রোখবার চেষ্টা করা হয়, তখন শেষ পর্যায় গিয়ে এই তালিকভূক্ত করা হয়। আর তা না হলে, আরও কঠিন 'ফোর্থ ফেজ' আসে।

 FATF কী?

FATF কী?

১৯৮৯ সালে প্রতিষ্ঠিন আন্তঃসরকার একটি সংস্থা FATF । যেখানে আন্তর্জাতিকস্তরে সন্ত্রাসকে মদত, আর্থিক তছরুপের তদারকি, নজরদারি করা হয়। আন্তর্জাতিক আঙিনায় যাতে কোনও মতেই সন্ত্রাসের জন্য আর্থিক লেনদেন না তলে তার ব্যবস্থা করা হয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে।

 পাকিস্তান 'গাঢ় ধূসর' তালিকায় গেলে কী ঘটবে?

পাকিস্তান 'গাঢ় ধূসর' তালিকায় গেলে কী ঘটবে?

যদি পাকিস্তান গাঢ় বা ধূসর তালিকাভূক্ত হয়ে যায়, তাহলে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্য়াঙ্ক, ইওরোপিয়ান ইউনিয়নের মতো জায়গা থেকে আর্থিক মদত পাওয়া বন্ধ হয়ে যাবে ইমরান সরকারের। এমনিতেই সে দেশের ব্যাঙ্কের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ইমরান প্রশাসনের ঋণেপ বোঝা ক্রমাগত বাড়ছে। এরমধ্যে FATF এর থাবা বসলে ইসলামাবাদ কোন পথে হাঁটে, সেদিকে নজর গোটা বিশ্বের।

English summary
Pakistan Isolated in FATF By All Countries , On Verge Of Being In 'Dark Grey' List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X