For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত সফরকালে কাশ্মীর প্রস্তাব নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন ট্রাম্প’, আশাবাদী পাকিস্তান

'ভারত সফরকালে কাশ্মীর প্রস্তাব নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন ট্রাম্প’, আশাবাদী পাকিস্তান

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান বৃহস্পতিবার আশা প্রকাশ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ভারত সফরকালে কাশ্মীর নিয়ে তাঁর মধ্যস্থতার প্রস্তাব নিয়ে "কিছু দৃঢ় বাস্তব সম্মত পদক্ষেপ" নেবেন। আগামী সপ্তাহেই ভারত সফরে সস্ত্রীক ভারতে সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। থেমে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত ভ্রমণকালে তাঁর আহমেদাবাদ ও নয়া দিল্লিতেও যাওয়ার কথা রয়েছে।

ভারত সফরকালে কাশ্মীর প্রস্তাব নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবেন ট্রাম্প’, আশাবাদী পাকিস্তান

ইতিমধ্যে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকী আশা প্রকাশ করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবটি "কিছু দৃঢ় ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে আগামীতে এগিয়ে নেওয়া হবে ।" ট্রাম্পের ভারত সফর ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন বলে জানা যাচ্ছে।

তিনি বলেন ইতিমধ্যে লিন্ডসে গ্রাহাম সহ চারজন মার্কিন সেনেটর আমেরিকার পররাষ্ট্র সচিব মাইক পম্পেওকে একটি চিঠিতে কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতিত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের কথা শোনা যায়। তখনই ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের সমস্যা সমাধানে তাঁদের "সহায়তা" দেওয়ার প্রস্তাবের কথা বলেন। যদিও তারপরেই নয়াদিল্লি সাফ জানায় যে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনোরকম সুযোগ এই মহূর্তে নেই।

English summary
pakistan is hopeful about truphs kashmir proposal during his india visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X