For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জইশ প্রধান মাসুদ আজহার এই মুহূর্তে কোথায় !সার্জিক্যাল স্ট্রাইক ২-এর আতঙ্কে পাকিস্তানে কোন পদক্ষেপ

পুলওয়ামা পরবর্তী পাল্টা জবাবে এবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এল ভারত। ভারতের বায়ুসেনা মিরাজ ২০০০ পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি যা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা পরবর্তী পাল্টা জবাবে এবার পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এল ভারত। ভারতের বায়ুসেনা মিরাজ ২০০০ পাকিস্তানের মাটিতে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি যা পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে তা গুঁড়িয়ে দিয়ে আসে। এদিকে, গোয়েন্দা সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তানের বাহাওয়ালপুর থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারের ডেরা। শোনা যাচ্ছে,তাঁকে রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

কোথায় মাসুদ?

কোথায় মাসুদ?

গোয়েন্দাসূত্রের খবর বাহাওয়ালপুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে। পাকিস্তানের কোথগোয়ানির কোনও আশপাশের এলাকায় তাঁকে সরিয়ে রাখার খবর প্রথমে পাওয়া যায়। পুলওয়ামা পরবর্তী পর্যায়ে জইশ জঙ্গি ছিলেন রাওয়ালপিণ্ডিতে। তবে শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে মাসুদ আজহারকে রাওয়ালপিণ্ডি সেনা হাসপাতালে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে।

 পরিস্থিতি কীরকম?

পরিস্থিতি কীরকম?

উল্লেখ্য, পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় বার বার জইশ-এ-মহম্মদের নাম উঠে এসেছে। ঘটনার দায়ও স্বীকার করে নিয়েছে পাক আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপর থেকেই জইশ জঙ্গিকে নিরাপদ ঘাঁটি দিতে তৎপরতা বাড়ে পাকিস্তানে।

বাড়ানো হয়েছে নিরাপত্তা

বাড়ানো হয়েছে নিরাপত্তা


সূত্রের দাবি, পকিস্তানের মাটিতে ক্রমেই বাড়ানো হয়েছে মাসুদ আজহারের নিরাপত্ত। পাকিস্তানের যে ডেরায় জইশের ঘাঁটি ছিল, সেই বাহাওয়ালপুর মসজিদে পাকিস্তানি প্রশাসনের তরফে বসানো হয়েছে একজনকে। ফলে অনেকেরই দাবি, ভারতের পাল্টা হামলার ভয়ে পাকিস্তানে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে মাসুদ আজহারের।

English summary
Pakistan has shifted Masood Azhar to safe zone, Indian intelligence sources.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X