For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বন্ধু' চিনের সঙ্গে গোপন সন্ধি পাকিস্তানের? লাদাখ দখল করতে নয়া ব্লুপ্রিন্ট বেজিংয়ের!

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভারত ও চিনের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এরই মাঝে কাস্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। আর এরই মাঝে জানা গিয়েছে, গিলগিট-বালতিস্তানে প্রায় ২০ হাজার বাড়তি সেনা পাঠিয়েছে পাকিস্তান। লক্ষ্য, চিনা বাহিনীকে সহায়তা প্রদান করা।

ভারতের উপর দুই প্রান্ত থেকে চাপ

ভারতের উপর দুই প্রান্ত থেকে চাপ

ভারতের উপর দুই প্রান্ত থেকে চাপ বাড়াতেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই জন্যই যখন চিন লাদাখের পূর্বদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন করেছে। তখনই পশ্চিম প্রান্তে নিয়ন্ত্রণরেখায় বাহিনী পাঠিয়ে ভারতের উপর চাপসৃষ্টির কৌশল নিয়েছে চিনের বন্ধু পাকিস্তান।

জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং

জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং

ভারতকে কাবু করতে পাক জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

কাশ্মীরে নাশকতার ছক

কাশ্মীরে নাশকতার ছক

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে এখন এই জঙ্গিদের লক্ষ্য সেনা কনভয় থেকে শুরু করে সামরিক প্রতিষ্ঠান, ঘাঁটি, ছাউনি ও শিবিরে হামলা চালানো। পাক গুপ্তচর সংস্থা আইএসআই চিনকে সবরকম সহযোগিতা চালিয়ে যাচ্ছে লাদাখে। এমনকী ভারতে ব্যাট অপারেশন চালানোর পরিকল্পনা করছে চিন এবং পাকিস্তান।

কাশ্মীরে ভারতীয় সেনার তৎপরতা

কাশ্মীরে ভারতীয় সেনার তৎপরতা

তবে, তাদের এই ছক বানচাল করতে তৎপর দেশের নিরাপত্তা বাহিনীও। গোটা উপত্যকা জুড়ে চিরুনি-তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত চলতি বছরে ১২০ জন জঙ্গিকে নিকেশ করেছে বাহিনী। তবে, অধিকাংশ স্থানীয় কাশ্মীরি। এই তালিকায় হাতেগোনা পাক জঙ্গি রয়েছে। এটাই আশঙ্কা বাড়াচ্ছে সেনার।

<strong>ঝুলি থেকে বেরিয়ে এল বেজিংয়ের দখলদারি মানসিকতা, লাদাখের প্যাংগংয়ে চরম উত্তেজনা</strong>ঝুলি থেকে বেরিয়ে এল বেজিংয়ের দখলদারি মানসিকতা, লাদাখের প্যাংগংয়ে চরম উত্তেজনা

English summary
Pakistan has moved almost 20 thousand additional troops to LoC in Gilgit amid Ladakh stand off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X