For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ কুমারের পৈতৃক ভিটে সংরক্ষণে উদ্যোগী পাকিস্তান

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দিলীপ কুমার
নয়াদিল্লি, ১৪ জুলাই: পুরনো দিনের কিংবদন্তি নায়ক দিলীপ কুমারকে শ্রদ্ধা জানাতে কসুর করছে না পাকিস্তান। ১৯৯৭ সালে তাঁকে সম্মানিত করার পর এ বার দিলীপ কুমারের পৈতৃক ভিটে সংরক্ষণের উদ্যোগ নিল তারা। গোটা বিষয়টি জানানো হয়েছে ইসলামাবাদের নিযুক্ত ভারতের হাই কমিশনারকেও।

১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারের খাওয়ানি বাজার এলাকায় জন্ম হয়েছিল দিলীপ কুমারের। তখন অবশ্য দেশ অবিভক্ত ছিল। দেশ দু'টুকরো আগেই তিনি পরিবারের সঙ্গে এ পারে চলে আসেন। ১৯৪৪ সালে শুরু হয় অভিনয় জীবন। দেশ ভাগ হওয়ার পরও কাঁটাতারের বেড়া বাধা হয়নি। পাকিস্তানেও তিনি পরিচিত পান। ১৯৬০ সালে 'মুঘল-এ-আজম' মুক্তি পাওয়ার পর কার্যত কিংবদন্তি হয়ে ওঠেন তিনি। ওই সিনেমার ডায়ালগ পাকিস্তানে তখন ফিরত লোকের মুখে মুখে। আজও করাচি-লাহোর-পেশোয়ারের বয়স্ক পুরুষ-মহিলারা তাঁর নাম উঠতেই নস্টালজিক হয়ে পড়েন। এখন যাঁরা পাকিস্তানে মন্ত্রী বা আমলা, তাঁদের অনেকেও এই তালিকায় পড়েন বৈকি!

নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের মুখপাত্র মনজুর আলি মেমন বলেন, "ভারতের মতোই দিলীপ কুমারের ব্যাপারে শ্রদ্ধাশীল পাকিস্তান। গত মাসে আমাদের হাই কমিশনার আবদুল বশিত মুম্বই গিয়েছিলেন। দেখা করেছেন দিলীপ কুমারের সঙ্গে। এমন মানুষকে কখনও একটা দেশের সীমানায় বেঁধে রাখা যায় না। দক্ষিণ এশিয়ায় সিনেমার জগতে ওঁর অবদান অপরিসীম। তাই পেশোয়ারে ওঁর পৈতৃক ভিটে রক্ষণাবেক্ষণ করবে পাকিস্তান সরকার।"

প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে এসে নওয়াজ শরিফও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গিয়েছিলেন দিলীপ কুমারকে। কামনা করেছিলেন তাঁর সুস্থ ও দীর্ঘাযু জীবন।

English summary
Pakistan government to preserve ancestral house of Dilip Kumar in Peshwar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X