For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে চাপে রাখতে নয়া কৌশল বেজিংয়ের, চিনের কাছ থেকে অত্যাধুনিক রণতরি কিনছে ইমরান সরকার

ভারতকে চাপে রাখতে নয়া কৌশল বেজিংয়ের, চিনের কাছ থেকে অত্যাধুনিক রণতরি কিনছে ইমরান সরকার

Google Oneindia Bengali News

লাদাখ ইস্যুতে পাকিস্তানকে প্রথম থেকেই পাশে পেয়েছে চিন। সেই সমর্থনের পুরস্কার হিসেবেই বোঝ হয় ইমরানকে অত্যাধুনিক রণতরী বিক্রি করছে জিনপিং সরকার। সূত্রের খবর পাকিস্তানকে অত্যাধুনিক রণতরী দিচ্ছে বেজিংয়ের। ২০২১ সালের মধ্যে ৩টি অত্যাধুনিক রণতরী পাকিস্তানকে দেবে চিন।

 পাকিস্তানকে রণতরী বিক্রি করছে বেজিং

পাকিস্তানকে রণতরী বিক্রি করছে বেজিং

পাকিস্তানকে অত্যাধুনিক তিনটি রণতরী বিক্রি করছে পাকিস্তান। প্রত্যেকটি বিধ্বংসী রণতরী বলে জানা গিয়েছে। ইসলামাবাদের সঙ্গে স্ট্র্যাটেজিক চুক্তি অনুযায়ী এই রণতরী বিক্রি বলে জানা গিেয়ছে। 054A/P নামে এই রণতরীটি বিধ্বংসী এবং অত্যাধুনিক সরঞ্জামে পূর্ণ।

২০২১ সালের মধ্যে ৩টি রণতরী পৌঁছবে পাকিস্তানে

২০২১ সালের মধ্যে ৩টি রণতরী পৌঁছবে পাকিস্তানে

২০২১ সালের মধ্যে ৩টি অত্যাধুনিক রণতরী পৌঁেছ যাবে পাকিস্তানে। চিনের নৌবাহিনীর সব রকম তোরজোর করে রেখেছে। এই রণতরী চালানোর জন্য পাক নৌসেনাকে প্রশিক্ষণও দেবে বেজিং। সাংহাইয়ে নৌসেনা ঘাণটি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে রণতরীগুলি।

চিনে তৈরি রণতরী

চিনে তৈরি রণতরী

চিনেই তৈরি হয়েছে রণতরীগুলি। সেখানকার দেশিয় প্রযুক্তিতে তৈরি হলেও অত্যাধুনিক অস্ত্র চালনায় অত্যন্ত দক্ষ বলে জানা গিয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন দক্ষিণ চিন সাগর উপকূলে হানানে দুই দেশের প্রতিনিধির সঙ্গে পর্যালোচনায় চূড়ান্ত হয়েছে বৈঠক।

 লাদাখ ইস্যুতে চিনকে সমর্থন

লাদাখ ইস্যুতে চিনকে সমর্থন

লাদাখ ইস্যুতে চিনকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। ভারত অন্যায় ভাবে লাদাখ সীমান্ত দখল করে রেখেছে বলে অভিযোগ করা হয়েছিল। প্রথম থেকে লাদাখ ইস্যুতে চিনকে সমর্থন করে গিয়েছে ইমরান সরকার। তারই পুরস্কার হিসেবে ভারতকে চাপে রাখতে এই অত্যাধুনিক রণতরী পাকিস্তানকে বিক্রি করছে বেজিং।

English summary
Pakistan government buy new war ship from China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X