For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্তারপুরের পর সারদা পীঠ করিডোর খুলতে সুবজ সঙ্কেত পাকিস্তানের

সতী পীঠের অন্যতম সারদা পীঠ যাওয়ার করিডোর খুলতে সবুজ সঙ্কেত দিয়েছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

সতী পীঠের অন্যতম সারদা পীঠ যাওয়ার করিডোর খুলতে সবুজ সঙ্কেত দিয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে। পঞ্জাবের কর্তারপুরে সীমান্ত করিডোর খুলে পাকিস্তানে গুরু নানকের গুরুদ্বারে যেতে দুই দেশ একে অপরকে সম্মতি জানালে তারপর থেকেই সতী পীঠ করিডোর খোলার কথা ভেসে উঠেছিল।

সারদা পীঠ করিডোর খুলতে সুবজ সঙ্কেত পাকিস্তানের

এদিন পাকিস্তানের ইমরান খান সরকার তাতে সম্মতি দিয়েছে বলে খবর। পাক অধীকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় মুজফফরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই সতী পীঠ।

মা সারদা কাশ্মীরি পণ্ডিতদের কুলদেবী। এই সতী পীঠের মন্দির ৫ হাজার বছর পূর্বে তৈরি হয়েছিল বলে শোনা যায়। ২৩৭ খ্রিস্টাব্দে সম্রাট অশোক এখানে সারদা বিশ্ববিদ্যালয় স্থাপনা করেন।

কাশ্মীরে এই করিডোর খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আর্জি জানিয়েছিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেই নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছিলেন। তবে ইমরান খান সরকার তার আগেই সবুজ সঙ্কেত দিয়ে দিল বলে জানা গিয়েছে।

English summary
Pakistan gives green signal for the opening of Sharda Peeth Corridor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X