For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে তালিবানদের উস্কাচ্ছে পাকিস্তান! চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেন্টাগনের

Google Oneindia Bengali News

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের উদ্দেশে গত ২৯ ফেব্রুয়ারি আমেরিকা ও তালিবান গোষ্ঠীর মধ্যে সম্পাদিত চুক্তির পর প্রথমবার তালিবানদের মনিয়ে কোনও রিপোর্ট পেশ করল পেন্টাগন। আর তাতেই জানানো হয়, আফগানিস্তানে ভারতের প্রভাব দূর করতে তালিবান ও হাক্কানি নেটওয়ার্কের সাহায্য নিতে তৎপর হয়েছে পাকিস্তান।

রিপোর্টে যা বলা হয়েছে...

রিপোর্টে যা বলা হয়েছে...

সোমবার প্রকাশিত জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য আমেরিকার প্রতিরক্ষা দফতরের ইন্সপেক্টর জেনারেলের তৈরি রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানে ভারতীয় প্রভাব হঠিয়ে উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা তৈরি করছে ইসলামাবাদ।

হিংসাত্মক পদক্ষেপ থেকে বিরত রাখতে পদক্ষেপ নেই পাকিস্তানের

হিংসাত্মক পদক্ষেপ থেকে বিরত রাখতে পদক্ষেপ নেই পাকিস্তানের

মার্কিন প্রতিরক্ষা দফতরের ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, শান্তি স্থাপনের আলোচনায় আফগান তালিবানদের অংশগ্রহণ করায় উৎসাহিত করলেও জঙ্গি গোষ্ঠীকে হিংসাত্মক পদক্ষেপ থেকে বিরত রাখতে কোনও চাপ তৈরি করেনি পাকিস্তান।

ভারত ও আফগান সরকারের অভিযোগ

ভারত ও আফগান সরকারের অভিযোগ

প্রসঙ্গত, বহু দিন ধরেই পাক সেনাবাহিনীর সঙ্গে তালিবান ও তাদের শাখা সংগঠন হাক্কানি নেটওয়ার্কের ঘনিষ্ঠতার অভিযোগ তুলছে ভারত ও আফগানিস্তান। অভিযোগ, অধিকাংশ তালিবান নেতা ও তাঁদের পরিবার পাকিস্তানের কোয়েটা শহরে বেশ কিছু কাল ধরে বসবাস করছেন।

তালিবানদের সঙ্গে ভারত সরকারের আলোচনা কি হবে?

তালিবানদের সঙ্গে ভারত সরকারের আলোচনা কি হবে?

সম্প্রতি আফগানিস্তানে বিশেষ মার্কিন দূত জালমে খালিজাদ সে দেসে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে তালিবানদের সঙ্গে ভারত সরকারের আলোচনার উদ্যোগ নিয়েছেন। তবে সেই আবদেনের প্রক্ষিতে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত।

<strong>হংকং-এর ইতি! চিনের নতুন আইন প্রণয়নে বিতর্ক চরমে</strong>হংকং-এর ইতি! চিনের নতুন আইন প্রণয়নে বিতর্ক চরমে

English summary
Pakistan fuelling talibans to work against india in afganistan say pentagon report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X