For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফ ১৬ বিমান নিয়েই পাকিস্তান ভারতে হামলা করতে এসেছিল, ফের মিথ্যা বেআব্রু ইমরানের দেশের

ভারতের আকাশে এফ ১৬ বিমান নিয়ে কোনও হামলার চেষ্টা হয়নি। এমনটাই দাবি করেছিল পাকিস্তান। তবে সেটা যে মিথ্যা ছিল তা ফের সামনে চলে এল।

  • |
Google Oneindia Bengali News

ভারতের আকাশে এফ ১৬ বিমান নিয়ে কোনও হামলার চেষ্টা হয়নি। এমনটাই দাবি করেছিল পাকিস্তান। তবে সেটা যে মিথ্যা ছিল তা ফের সামনে চলে এল। ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান এফ ১৬ বিমান নিয়েই হামলা চালাতে এদেশে এসেছিল। পরে তা ভারত টেনে নামিয়ে আনে। যদিও সারা বিশ্বের সামনে তা অস্বীকার করেছে পাকিস্তান।

এফ ১৬ বিমান নিয়ে পাকিস্তান ভারতে হামলা করতে এসেছিল, ফের মিথ্যা বেআব্রু ইমরানের দেশের

২৭ ফেব্রুয়ারি মেজর জেনারেল আসিফ গাফুর বলেন, আমরা কোনও এফ ১৬ বিমান ব্যবহার করিনি। এরপরে ১ মার্চ পাকিস্তানের ফেডারেল মিনিস্টার চৌধুরী ফাওয়াদ হুসেনও একই কথা বলেন।

তবে তার পাঁচদিন পরে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেন, দুজন পাইলট ২৭ ফেব্রুয়ারি গিয়েছিলেন। তাঁদের একজন হলেন উইং কম্যান্ডার নওমান আলি খান। যার প্রশংসাও করেন তিনি।

ইন্ডিয়া টুডে-র খবর মোতাবেক, এই আলি খান একজন এফ ১৬ পাইলট। গতমাসে এই পাইলটই এফ ১৬ বিমান নিয়ে ভারতে হামলা চালাতে এসেছিলেন।

এছাড়াও বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে যে পাক বায়ুসেনার বিভিন্ন কম্যান্ডার ও শীর্ষ আধিকারিকেরা ২৭ ফেব্রুয়ারির ঘটনার পর আলি খানকে এসে বাহবা দিয়ে গিয়েছেন। এমনকী সেদেশের বায়ুসেনা প্রধান মুজাহিদ আনোয়ার খানও আলি খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

English summary
Pakistan flew F-16 jets to attack India on 27th February 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X