For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি তালিকা থেকে বাদ ২৬/১১-র মূলচক্রী, করোনার সুযোগে ফের সন্ত্রাসে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান

জঙ্গি তালিকা থেকে বাদ ২৬/১১-র মূলচক্রী, করোনার সুযোগে ফের সন্ত্রাসে ইন্ধন যোগাচ্ছে পাকিস্তান

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের সুযোগে ফের জঙ্গি কার্যকলাপে উষ্কানি দিতে শুরু করেছে পাকিস্তান। চুপিসাড়ে জঙ্গি তালিকা থেকে বাদ ১৮০০ জঙ্গির নাম বাদ দিয়ে দিয়েছে ইমরান সরকার। তারমধ্যে রয়েছে ২৬/১১-র মাস্টার মাইন্ড লস্কর কমান্ডার জাকি উর রহমানও।

জঙ্গি তালিকা ছোট করছে পাকিস্তান

জঙ্গি তালিকা ছোট করছে পাকিস্তান

করোনা সংক্রমণে কারণে গোটা বিশ্ব এখন ত্রস্ত হয়ে রয়েছে। জঙ্গিরা কে কোথায় কী করছে তা নিয়ে হুঁশ নেই কোনাও দেশেরই। এই পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি নজরদারির তালিকা ছোট করতে শুরু করেছে পাকিস্তান। তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ১৮০০ দুর্ধর্ষ জঙ্গির নাম। ২৬/১১-র জঙ্গি হামলার মূল চক্রী লস্কর কমান্ডার জাকি উর রহমান লকভিকেও বাদ দেওয়া হয়েছে সেই তালিকা থেকে। পাকিস্তান ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি এই তালিকা ঠিক করে। ২০১৮ সালে এই তালিকায় ৭৬০০ জনের নাম ছিল। গত ১৮ মাসে সেই নাম কমতে কমতে ৩৮০০-তে এসে ঠেকেছিল। তার পরে আবার ১৮০০ জঙ্গির নাম বাদ দেওয়া হয়েছে।

জঙ্গি মদতে অর্থ সাহায্যের অভিযোগ

জঙ্গি মদতে অর্থ সাহায্যের অভিযোগ

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নজরে প্রথম থেকেই ছিল পাকিস্তান। জঙ্গি কার্যকলাপের মদতে অর্থ সাহায্য বন্ধ না করলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছিল। অনেক চেষ্টা করে ইমরান সরকার পাকিস্তানকে ধুসর তালিকায় আটকে রাখতে পেরেছে। কিন্তু পাকিস্তানকে ফের সতর্ক করেছে এফএটিএফ। তারপরেও শিক্ষা নিতে রাজি নয় পাকিস্তান।

ভারতের সীমান্তে গুলি বর্ষণ

ভারতের সীমান্তে গুলি বর্ষণ

করোনা নিয়ে যখন বিধ্বস্ত দুই দেশ তখনও জঙ্গি কার্যকলাপে মদত দিতে ছাড়ছে না পাকিস্তান। ভারতের কাশ্মীর সীমান্ত লক্ষ্য করে গোলা গুলি বর্ষণ করেছে পাক সেনা। কাশ্মীরেও সিআরপিএফ ক্যাম্পে হামলা চালিয়েছে জঙ্গিরা। একদিকে ভারতের কাছে হাইড্রক্লোরোকুইন চাইছে আর অন্যদিকে নাশকতায় মদত দিয়ে চলেছে পাকিস্তান।

বিজেপির বিরুদ্ধে চলে গেল সবাই! তৃণমূলের পর বামফ্রন্ট-কংগ্রেসও আক্রমণ শানালেন একে একেবিজেপির বিরুদ্ধে চলে গেল সবাই! তৃণমূলের পর বামফ্রন্ট-কংগ্রেসও আক্রমণ শানালেন একে একে

English summary
Pakistan drop 26/11 mastermind from terror list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X