For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে দেশিয়দের উহান থেকে উদ্ধারে নারাজ পাকিস্তান

শয়ে শয়ে ভারতীয়দের যখন চিনের উহান থেকে উদ্ধার করে নিয়ে আসছে তখনও পাকিস্তানি ছাত্ররা সেখানে সাহায্যের জন্য ছটফট করছে।

Google Oneindia Bengali News

শয়ে শয়ে ভারতীয়দের যখন চিনের উহান থেকে উদ্ধার করে নিয়ে আসছে তখনও পাকিস্তানি ছাত্ররা সেখানে সাহায্যের জন্য ছটফট করছে। এদিকে িচনে নিযুক্ত পাক হাইকমিশনার নগমা হুসেনি জানিয়েছেন, উহান থেকে উদ্ধার করা হবে পাক ছাত্রদের। সেখানেই থাকুন তাঁরা। কারণ পাকিস্তানে তাঁদের চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো নেই।

উহানে আটকে পাকিস্তানিরা

উহানে আটকে পাকিস্তানিরা

প্রায় সব দেশই যখন চিনের উহান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসছে, তখন সাহায্যের জন্য ছটফট করছে পাকিস্তানিরা। সেখান থেকে বেরোতে চাইছেন তাঁরা। কিন্তু কোনওভাবেই পাকিস্তান তাঁদের উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন না। কঠিন পরিস্থিতির মধ্যেই উহানে দিন কাটাতে হচ্ছে অসংখ্য পাকিস্তানিকে।

চিকিৎসা পরিষেবা নেই পাকিস্তানে

চিকিৎসা পরিষেবা নেই পাকিস্তানে

উহান থেকে কোনও পাকিস্তানিকে উদ্ধার করা হবে না জানিয়েছেন চিনে নিযুক্ত সেদেশের দূত নগমা হুসেনি। তিনি জানিেয়ছে উহানের পাকিস্তানিরা সেখানেই থাকুন। তাঁদের উদ্ধার করা হবে না। কারণ পাকিস্তানে তাঁদের চিকিৎসার মতে উপযুক্ত পরিকাঠামো নেই।

উহানেই তাঁদের পরিষেবা দেওয়া হবে

উহানেই তাঁদের পরিষেবা দেওয়া হবে

উহান থেকে না সরালেও সেখানে তাঁদের চিকিৎসার সবরকম বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন পাক দূত। চিনের সঙ্গে যৌথ বিবৃতিতে পাক দূত নগমা হুসেনি জানিয়েছেন উহানে আটকে থাকা পাকিস্তানিদের চিকিৎসার সবরকম বন্দোবস্ত করা হবে। উহানে এখন বাইরের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেখানকার পরিস্থিতি্ স্বাভাবিক হলে তিনি গিয়ে পাকিস্তানিেদর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। ইসলামাবাদের পক্ষ থেকেও বিবৃতি জারি করে জানানো হয়েছে বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

English summary
Pakistan dont want their students evacuated fron wuhan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X