For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩২৮৫! দিশেহারা চিনকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান

Google Oneindia Bengali News

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। ভাইরাসটির কারণে এখনও পর্যন্ত ৩ হাজার ২৮৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ভাইরাসের জেরে এখনও চিনের অবস্থা বেশ শোচনীয়। বুধবার নতুন করে এই ভাইরাসে ১৩৯ জন আক্রান্ত হয় সেদেশে। এর জেরে চিনে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮০ হাজার ৪০৯-তে। নতুন করে চিনে মৃত্যু হয়েছে ৩১ জনের।

করোনা ভাইরাসে এখনও ভুগছে ৪০ হাজার চিনা

করোনা ভাইরাসে এখনও ভুগছে ৪০ হাজার চিনা

এদিকে ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও দেখা যাচ্ছে আশার আলোও। জানা গিয়েছে চিনে আক্রান্তদের মধ্যে ৪০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ইতিমধ্যেই। তবে এখনও এই ভাইরাসের সংক্রমণে ভুগছেন আরও প্রায় ৪০ হাজার। এই অবস্থায় আরও নতুন আক্রান্তের সংখ্যা বাড়ায় পরিস্থিতি সামাল দিতে জেরবার হচ্ছে চিন।

চিনকে সাহায্য করবে পাকিস্তান!

চিনকে সাহায্য করবে পাকিস্তান!

এই পরিস্থিতিতেই বন্ধু চিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। জানা গিয়েছে, নিজেদের দেশে থাকা সমস্ত মাস্ক চিনকে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইমরানের সরকার। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নাকি অর্থ সাহায্য করার কথাও ভআবছে পাকিস্তান। প্রসঙ্গত, এর আগে চিনে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের দেশে না ফেরার নির্দেশিকা জারি করেছিল পাকিস্তান।

বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে

বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে

এদিকে চিন ছাড়াও বাকি বিশ্বেও ক্রমেই ছড়াচ্ছে এই ভাইরাসের প্রকোপ। চিনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সে দেশে পাঁচ হাজার ৩২৮ জন আক্রান্ত হয়েছেন। তবে সেখানে মৃতের সংখ্যা মাত্র ৩৫। এর থেকে বেশি রোগী মারা গিয়েছে ইতালি ও ইরানে। ইতালিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০৭। ইরানে এই ভাইরাসের প্রকোপে মারা গিয়েছে ৯২ জন।

করোনা আতঙ্কে তটস্থ আমেরিকা

করোনা আতঙ্কে তটস্থ আমেরিকা

এদিকে আমেরিকাতেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আমেরিকায় মোট ১৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা যাচ্ছে। এদের মধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যে রয়েছেন বেশ কয়েকজন আক্রান্ত। এছাড়া জনবহুল নিউ ইয়র্ক রাজ্যেও এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন ১০ জনের বেশি। এই অবস্থায় ক্যালিফোর্নিয়া ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে। করোনা ভাইরাস রুখতে বিপুল অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছে মার্কিন পার্লামেন্ট। জানা গিয়েছে মোট ৮.৩ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে এই সংক্রমণ রুখতে।

English summary
pakistan donates masks to china as death toll in coronavirus rises to 3285
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X