For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির অদুরেই সুড়ঙ্গ খুঁড়ছে পাকিস্তান, বিশাল এই কর্মযজ্ঞ কেন জানেন

দিল্লি থেকে মাত্র ৭৫০ কিমি দুরে পারমাণবিক অস্ত্র রাখার টানেল তৈরি করছে পাকিস্তান, এই টানেলে কমপক্ষে ১৪০টি পারমাণবিক অস্ত্র রাখা হবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দিল্লি থেকে মাত্র ৭৫০ কিমি দুরে পারমাণবিক অস্ত্র রাখার টানেল তৈরি করছে পাকিস্তান। এই টানেলে কমপক্ষে ১৪০টি পারমাণবিক অস্ত্র রাখা হবে বলে একটি প্রতিবেদনে জানিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল বিনায়ক ভট্ট । পারমাণবিক অস্ত্র রাখার এই ফেসিলিটির সঙ্গে মোট ৩টি সুড়ঙ্গকে যোগ করা হবে বলে জানা গিয়েছে।

দিল্লির অদুরেই সুড়ঙ্গ খুঁড়ছে পাকিস্তান, বিশাল এই কর্মযজ্ঞ কেন জানেন

পাকিস্তানের মিয়ানওয়ালি এলাকায় এই ফেসিলিটের সঙ্গে সংযোগকারী সুড়ঙ্গগুলি ১০ মিটার উঁচু ও ১০ মিটার চওড়া হবে বলে সূত্রের খবর। সেইসঙ্গে হাইওয়ের সঙ্গেও এই টানেলের সংযোগ থাকবে, যাতে পারমাণবিক অস্ত্রগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে কোনও সমস্যা না হয়। এই টানেলগুলির এন্ট্রি ও এক্সিট পৃথক হবে। একেকটি টানেল অন্তত ২০- ২৫টি পারমাণবিক অস্ত্র মজুত করতে সক্ষম বলে জানা গিয়েছে।

রাজধানী দিল্লি থেকে এই টানেলের দূরত্ব ৭৫০ কিমি এবং অমৃতসর থেকে তার দূরত্ব কমে দাঁড়াচ্ছে ৩৫০ কিমি-এ। তবে এই টানেল ভারতের জন্য কতটা সঙ্কটের হবে তা জানা যায়নি। আপাতত মিয়ানওয়ালির একটা বিশাল এলাকা যেখানে সুড়ঙ্গ তৈরি হবে, তা ঘিরে রাখা হয়েছে।

English summary
Pakistan digging tunnels to store nuke missile 750 kms away from Delhi, total 3 tunnels will connect to the facility
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X