For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান শান্তির পক্ষে! কর্তারপুরে গিয়ে দাবি রাষ্ট্রসংঘ প্রধানের

পাকিস্তান শান্তির পক্ষে! কর্তারপুরে গিয়ে দাবি রাষ্ট্রসংঘ প্রধানের

Google Oneindia Bengali News

কর্তারপুর করিডর খোলার মাধ্যমেই পাকিস্তান পরিস্কার করে দিয়েছে যে তাারা শান্তির পক্ষে। এমনটাই বললেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার পাকিস্তানের লাহোরের থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গুরুদ্বারে গিয়েছিলেন আন্তোনিও গুতেরেস। বেশ কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তান সম্পর্ক ও কাশ্মীর নিয়ে কথা বলে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রসংঘ প্রধান। এর আগে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কথাও বলেছিলেন তিনি।

কর্তারপুরে রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস

কর্তারপুরে রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস

মঙ্গলবার গুতেরেসকে কর্তারপুরে আমন্ত্রণ জানায় পাকিস্তান শিখ গুরিদ্বার প্রবন্ধিক কমিটি ও ট্রাস্ট বোর্ডের আধিকারিকরা। সেখানে এক পাকিস্তানি শিখ যুবক গুতেরেসের হাতে একটি পুষ্প স্তবকও তুলে দেয়। সেই সফর চলাকালীনই পাকিস্তানি আধিকারিকদের তরফে গুতেরেসকে ভারত-পাক কর্তারপুর চুক্তির কথা জানানো হয়।

গেরুয়া উত্তরীয় চাপিয়ে গুতেরেস কর্তারপুরে ঘোরেন

গেরুয়া উত্তরীয় চাপিয়ে গুতেরেস কর্তারপুরে ঘোরেন

পাকিস্তানের তরফে রাষ্ট্রসংঘ প্রধানকে বলা হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তৎপরতেই ভারত থেকে শিখ তীর্থযাত্রীরা এখন কর্তারপুর দর্শনে আসতে পারেন। ভারতের গুরুদাসপুরে স্থিত ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কর্তারপুরের দরবার শাহিব কী ভাবে যুক্ত হয়েছে তাও বোঝানো হয় তাঁকে। এরপর এক গেরুয়া উত্তরীয় চাপিয়ে গুতেরেস গুরুদ্বারটি ঘুরে ঘুরে দেখেন। সেই সময় সেখানে বহু ভারতীয় পূণ্যার্থীরাও উপস্থিত ছিলেন।

 'কর্তারপুর করিডর একটি উজ্জ্বল উদাহরণ'

'কর্তারপুর করিডর একটি উজ্জ্বল উদাহরণ'

এরপরই পাকিস্তানের গণমাধ্যমকে গুতেরেস বলেন, 'এই কর্তারপুর করিডর প্রকৃতপক্ষে একটি উজ্জ্বল উদাহরণ যে পাকিস্তান শান্তির পক্ষে। এই করিডোর খোলায় অন্য ধর্মের প্রতি সহনশীলতা বাড়বে। আমার জন্যে এটি খুব আবেগপ্রবণ একটি মুহূর্ত। এভাবে একই জায়গায় শিখ, মুসলিম ও সম্ভবত হিন্দুদের প্রার্থনা করতে দেখে খুবই ভালো লাগছে। বিশ্বে সব জায়গায় যেখানে ধর্মের নামে অশান্তি হচ্ছে সেই সময় কর্তারপুরের মতো এরকম একটি জিনিস খুব প্রয়োজনীয়।'

কর্তারপুর করিডর

কর্তারপুর করিডর

ডেরা বাবা নানক পাকিস্তানের পাঞ্জাবের নারোওয়াল জেলায় অবস্থিত। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক জীবনের শেষ ১৮ বছর সেখানে কাটিয়েছিলেন। গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কর্তারপুর করিডোরটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। গত বছরের ৯ নভেম্বর সকালে কর্তারপুর করিডরের ভারতের দিকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং পাকিস্তানের দিকের উদ্বোধন করবেন ইমরান খান। পঞ্জাবের ডেরা বাবা নানক মন্দির এবং কর্তারপুরের দরবার সাহিবকে যোগ করেছে কর্তারপুর করিডর।

English summary
pakistan desires peace claims in chief after visiting Kartarpur Corridor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X