For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ত্রাসবাদে অর্থের যোগানের মামলা, ৫ বছরের কারাদণ্ড হাফিজ সইদের

সন্ত্রাসবাদে অর্থ যোগানের মামলায় পাকিস্তানের আদালত জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। বুধবার এই ঘোষণা করে আদালত।

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদে অর্থ যোগানের মামলায় পাকিস্তানের আদালত জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। বুধবার এই ঘোষণা করে আদালত। এই সইদই ২০০৮ সালে মুম্বই হামলায় মাস্টার মাইন্ড ছিল। সেই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানকে তালিকাভুক্তির আগেই সিদ্ধান্ত

পাকিস্তানকে তালিকাভুক্তির আগেই সিদ্ধান্ত

২ দিন পরেই প্যারিসে বৈঠকে বসছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। সেই বৈঠকে পাকিস্তানকে কালো না ধূসর কোন তালিকা ভুক্ত করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগেই পাকিস্তানের আদালতের হাফিজ সইদের সাজা ঘোষণা যথেষ্টই উল্লেখযোগ্য।

সইদের আবেদন গ্রহণ

সইদের আবেদন গ্রহণ

এর আগে মঙ্গলবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে চলা ছটি আর্থিক সাহায্যের মামলাকে একসঙ্গে করে দেয়। আদালত ১১ ডিসেম্বর সইদকে আসামী করে প্রতিদিন শুনানির বন্দোবস্ত করেছিল। সইদ ছাড়াও আর যাদের বিরুদ্ধে মামলা তারা হল জাফর ইকবাল, ইয়াইয়া আজিজ, আব্দুল রহমান, মাক্কি।

সইদের বিরুদ্ধে ২৩ টি এফআইআর

সইদের বিরুদ্ধে ২৩ টি এফআইআর

কাউন্টার টেররিজম ডিপার্টমেব্ট সইদের বিরুদ্ধ ২৩ টি এফআইআর করেছিল। পঞ্জাব প্রদেশের শহরগুলিতে সন্ত্রাসবাদে আর্থিক সাহায্যের অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। ১৭ জুলাই তাঁকে গ্রেফতারও করা হয়। হাফিজ সইদ এখন লাহোরের কোত লাখপত জেলে রয়েছে।

আগেই দুটি মামলায় রেহাই

আগেই দুটি মামলায় রেহাই

গত মাসেই অবশ্য সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা করার দুটি মামলায় তাকে মুক্তি দিয়েছিল পাকিস্তানের আদালত।

English summary
Pakistan Court convicts Jamat-ud-Dawa Chief Hafiz Saeed for five years in terror finance case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X