জঙ্গি নেতা হাফিজকে ১০ বছর জেলবন্দি করার নির্দেশ পাক আদালতের! কোন পথে ইসলামাবাদ
আরও এক ২৬/১১ আসন্ন। ২০০৮ সালের নারকীয় মুম্বই হামলার পর কেটে গিয়েছে বহু বছর। কিন্তু মূলচক্রী হাফিজ সইদ বহাল তবিয়তে পাকিস্তানের বুকে ঘুরে বেড়িয়েছে এতদিন। তবে গত কয়েকদিন ধরেই পাকিস্তান সন্ত্রাস দমনে নিজের ভাবমূর্তি স্বচ্ছ্ব করতে উদ্যোগী হয়েছে। এমন এক পরিস্থিতিতে হাফিজকে নিয়ে বড়সড় পদক্ষেপ নিল পাকিস্তান।


১০ বছরের কারাদণ্ড
হাফিজ সইদকে সন্ত্রাসে আর্থিক যোগ ইস্যুতে দুটি মামলার জেরে সাড়ে ১০ বছরের কারাদণ্ডের সাজা দিল পাকিস্তানের কোর্ট। এর আগে সেদেশের অ্যান্টি টেররিজম কোর্ট জামাত প্রধানকে ১১ বছরের কারাদণ্ড দেয়। আপাতত লাহোরের উচ্চ পর্যায়ের নিরাপত্তায় কোট লাখপেত জেলে বন্দি হাফিজ।

হাফিজ পরিবারের আরেক সদস্য সাজাপ্রাপ্ত!
এদিকে হাফিজ পরিবারের , জামাত প্রধানের আরও এক আত্মীয় আব্দুল রেহমান মক্কিকে ৬ মাসের সাজা দিয়েছে আদালত। মূলত , জামাত নেতার বিরুদ্ধে পাকিস্তানে ৪১ টি মামলা রয়েছে।

১৬৬ জনের রক্তে রাঙা হাফিজের হাত!
প্রসঙ্গত মুম্বইতে ২০০৮ সালের হামলার মূল চক্রী নেতা হাফিজের হাত রাঙা হয়েছে ১৬৬ জন নিরীহ মানুষের খুনের দায়ে। এক রাতে মুম্বইতে ভারতীয় ছাড়াও একাধিক দেশের নারগিককে হত্যা করে হাফিজের সন্ত্রাসী ছক।

মুম্বই হামলা ও পাকিস্তান
মুম্বই হামলারঘটনায় হাফিজের সমিল থাকার প্রমাণ ভারত , পাকিস্তানকে পাঠালেও , ইসলামাবাদ তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। সদ্য তারা ১২০০ জনের এক সন্ত্রাসবাদী তালিকার নাম প্রকাশ করে। তাতে দেখা যায় মুম্বই হামলার সঙ্গে জড়িত ১১ পাক জঙ্গির নাম রয়েছে। যাদের ইসলামাবাদ জঙ্গি বলে মেনে নিয়েছে।
ঘরে নয়, মাঠে থাকেন! বসন্তের কোকিল তিনি নন, আর কোন বার্তা শুভেন্দুর