For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০২ সালেই ভারতে পারমাণবিক হামলার কথা ভেবেছিলেন, চাঞ্চল্যকর দাবি মুশারফের

২০০২ সালে ভারত-পাকিস্তান দুদেশের সম্পর্ক যখন চূড়ান্ত তিক্ততায় চলে যায় , তখন ভারতের ওপর পরমাণু হামলার ছক কষেছিল পাকিস্তান।

Google Oneindia Bengali News

২০০২ সালে ভারত-পাকিস্তান দুদেশের সম্পর্ক যখন চূড়ান্ত তিক্ততায় চলে যায় , তখন ভারতের ওপর পরমাণু হামলার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু তারপর তা করতে গিয়েও পিছিয়ে আসে পাকিস্তান। কারণ , পরমাণু হামলার পর ভারত পাল্টা হামলায় পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে পারে, এই ভেবে তারা পরমাণু হামলায় চালাতে পিছপা হয়। আর পাকিস্তানের হয়ে , ভারতের বিরুদ্ধে এই পরমাণু হামলার ছক কষেছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ।

ভারতের ওপর পরমাণু হামলার ছক কষেছিল পাকিস্তান, নেপথ্যে কে, বিস্ফোরক মন্তব্যে জানালেন মুশারফ

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পারভেজ মুশারফ জানিয়েছেন, ২০০২ সালে ভারতের ওপর পরমাণু হামলা চালানো হবে কি হবে না, এই ভাবনাতেই বহু নিদ্রাহীন রাত কাটিয়েছেন তিনি। কারণ সেই সময়ে ভারতের সংসদে জঙ্গি হামলায় ১৪ জন নিহত হন। ফলে পাকিস্তানের ওপর ভারতের ক্ষোভ এমনিতেই ছিল। এরকম এক পরিস্থিতিতে যদি পাকিস্তান বড় হামলায় চালায় ভারতে, তাহলে তার ফলাফলের কথা চিন্তা করেই পরমাণু হামলা চাবাতে পারেনি পাকিস্তান।

৭৩ বছর বয়সী এই প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্ট বর্তমানে দুবাইতে রয়েছেন। এক জাপানি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মুশারফ জানান, ভারত ও পাকিস্তান দুটি দেশের কাছেই সেসময়ে নিউক্লিয়ার ওয়ারহেড ছিলনা। ফলে মিসাইল লঞ্চ করতে গেলে দু'দিনের সময় লাগত। পরে তিনি, জানান, দুটি দেশই পরমাণু হামলার পথে না হাঁটায়, তা দুদেশের জন্যই ভালো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে পাকিস্তানে সেনা অভ্যুথ্থানের নেতৃত্ব দিয়ে , পাক মসনদ দখল করেন পারভেজ মুশারফ। এরপর জনতার রোষের মুখে পরে, ৯ বছর বাদে বহু অপরাধমূলক অভিযোগের জালে আটকে পড়েন তিনি। শেষমেশ দেশ ছেড়ে দুবাই চলে যেতে বাধ্য হন মুশারফ।

English summary
akistan considered nuking india once reveals musharraf.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X