For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে ফের বড় ষড়যন্ত্রের ফন্দি আঁটছে পাকিস্তান

ভারতীয় সেনাকে শিক্ষা দিতে সীমান্তে বড় ষড়যন্ত্রের ফন্দি করছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

গতবছরে ভারতীয় সেনার তৎপরতা ও তাৎক্ষণিক জবাব দেওয়ার ঠেলায় সীমান্তে বিশেষ সুবিধা করতে পারেনি পাকিস্তানি সেনা। তাই ভারতীয় সেনাকে শিক্ষা দিতে সীমান্তে বড় ষড়যন্ত্রের ফন্দি করছে পাকিস্তান। সীমান্তে ভারতীয় বাঙ্কারগুলিকে আক্রমণ করার জন্য বিদেশ থেকে অস্ত্র কিনছে ইমরান খানের দেশ।

সীমান্তে ফের বড় ষড়যন্ত্রের ফন্দি আঁটছে পাকিস্তান

ইন্টেলিজেন্স সূত্র বলছে, ইতালি থেকে অস্ত্র কিনছে পাকিস্তান। ১২১টি হাওইতজার বন্দুক কিনে ভারতের এম৭৭৭ হাওইৎজার বন্দুকের মোকাবিলা করা হবে। এছাড়া ইতালি থেকে ১ লক্ষ শেলও কেনা হয়েছে বলে খবর।

কিছুদিন আগে ভারত ১৪৫টি এম ১৭৭ হাওইৎজার বন্দুক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছে। তারই পাল্টা পাকিস্তান এবার ইতালির কাছ থেকে বন্দুক কিনল বলে মনে করা হচ্ছে।

তবে চিনের কাছ থেকে হাওইৎজার বন্দুক না কিনে কেন পাকিস্তান ইতালির কাছ থেকে কিনল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাহলে কি পাকিস্তানের সঙ্গে চিনের ভাব-ভালোবাসা কমতে শুরু করেছে! নাকি চিনের হাওইৎজারের দাম বেশি তাই ইতালির কাছ থেকে বন্দুক কিনতে উদ্যোগী হল পাকিস্তানি প্রশাসন।

কয়েকদিন আগেই ভারতীয় সেনা জানায়, সীমান্তে পাকিস্তানকে জবাব দিতে তৈরি ভারত। তারপর পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করলেও বারবার জবাব দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান মনে করছে, ভারত সীমান্তে হামলা চালাতে পারে। আর সেই ভয় পেয়েই আচমকা এতগুলি বন্দুক কিনতে উদ্যোগী হয়েছে।

English summary
Pakistan to buy ammunitions to target Indian Army bunkers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X