For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে জঙ্গিদের টাকায় মদত দিয়ে ফের আটক জামাত নেতা হাফিজ সইদ! আমল দিচ্ছে না ভারত

এমন ঘটনা বিশ্ব আগেও দেখেছে। পাকিস্তানে গৃহবন্দি করে রাখা হয়েছে হাফিজ সইদকে, আর তার পর ফের ছেড়ে দেওয়া হয়েছে। জামাত উদ দাওয়া প্রধান হাফিজকে ঘিরে বরাবরই বিশ্ব মঞ্চে অপদস্ত হতে হয়েছে পাকিস্তানকে।

  • |
Google Oneindia Bengali News

এমন ঘটনা বিশ্ব আগেও দেখেছে। পাকিস্তানে গৃহবন্দি করে রাখা হয়েছে হাফিজ সইদকে, আর তার পর ফের ছেড়ে দেওয়া হয়েছে। জামাত উদ দাওয়া প্রধান হাফিজকে ঘিরে বরাবরই বিশ্ব মঞ্চে অপদস্ত হতে হয়েছে পাকিস্তানকে। যে হাফিজ সইদের নৃশংস জঙ্গি হামলার ব্লুপ্রিন্টের জালে প্রাণ হারিয়েছিলেন ২৬ /১১ এর হামলায় শতাধিক মানুষ। এবার সেই হাফিজকে ফের একবার আটক করেছে পাকিস্তান।

২৬/১১ এর মূলচক্রী জঙ্গিনেতা হাফিজ সইদ ফের আটক পাকিস্তানে! ভারত প্রতিক্রিয়ায় যা জানাল

পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, সমাজসেবার নামে পাকিস্তানে জঙ্গিশিবিরের টাকা যোগানোর দায়ে আটক করা হচ্ছে হাফিজকে। তার বিরুদ্ধে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে। হাফিজ ছাড়াও তার ১২ শগরেদকে আটক করেছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রভিসন্সের প্রশাসনের দাবি, সমাজসেবার নামে জামাত উদ দাওয়ার ৫ টি ট্রাস্ট থেকে টাকা গিয়েছে জঙ্গি শিবিরে। আর সেই প্রেক্ষাপটেই হাফিজকে আটক করা হয়েছে।

এদিকে, দিল্লিতে সরকারি সূত্রের খবর, ভারতে গোটা বিষয়টিকে আমল দিতে রাজি নয়। কারণ আগেও এভাবে হাফিজকে গৃহবন্দি করেছে পাকিস্তান। আর তারলপেরও কোনওভাবেই সেদেশ থেকে জঙ্গি উৎপাদন কমেনি। বন্ধ হয়নি কোনও জঙ্গি শিবির।

English summary
Pakistan books 26/11 Mumbai attack mastermind Hafiz Saeed for terror financing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X