For Quick Alerts
For Daily Alerts
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৩,আহত ৭
পাকিস্তানের স্কুলে ভয়াবহ জঙ্গি হানার ঘটনার স্মৃতি উস্কে দিয়ে ফের পাক মাটি কেঁপে উঠল বিস্ফোরণে। এবার নিশানায় ছিল পাকিস্তানের এক হাসপাতাল। সেই হাসপাতালেই আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন ৩ জন। আহত হয়েছেন ৭ জন। ঘটনার পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে হাসপাতালে আত্মঘাতী আক্রমণের নিশানায় ছিলেন সেখানের রোগীরাই। অসুস্থদের ঘায়েল করার পাশাপাশি, আত্মঘাতী হামলাবাজদের নিশানায় ছিলেন হাসপাতেলের কর্মীরাও। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের নাম এই বিষয়ে প্রকাশ্যে আসেনি। গোটা ঘটনার তদন্ত চলছে।
কোনও জঙ্গি সংগঠনের তরফেও এই হামলার দায়িত্ব নেওয়া হয়নি। মনে করা হচ্ছেস হামলার ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।