৩৭০ ধারা প্রত্যাহার এখনও হজম হয়নি! ভারতে বড় হামলার ছক কষে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা
অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পূজো হবে আগামী ৫ আগস্ট। এছাড়া সেদিনই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তি। তবে তার আগেই ভারতে হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জানা গিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ এই কাজের উদ্দেশে আফগানিস্তানে ২০ জন লস্কর ও জইশ জঙ্গিকে প্রশিক্ষণ দেওযা হয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিশোধ হিসাবে এই হামলার ছক কষা হচ্ছে বলে মত গোয়েন্দাদের।

আফগানিস্তানে চলছে জঙ্গি প্রশিক্ষণ
কয়েকদিন আগেই জানা যায়, পাকিস্তানের প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার জঙ্গি আফগানিস্তানে রয়েছে বলে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ। জানা গিয়েছে তালিবানের পাকিস্তানি শাখার তেহরিক-ই-পাকিস্তানের এই কয়েক হাজার জঙ্গি বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান, দুই দেশের জন্যই হুমকি হয়ে দেখা দিয়েছে। এরা আপাতত হেলমান্দ ও কান্দাহার প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছে বলে খবর মিলেছে।

করোনার সুযোগে ভারতে জাল ছড়াচ্ছে আইএসআইএস
এদিকে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে জাল ছড়াচ্ছে আইএসআইএস জঙ্গি সংগঠন। কেরল এবং কর্নাটকে জাল বিস্তার করছে আইএসআইএস জঙ্গি সংগঠন। ভারতকে এই নিয়েও সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। তালিবানি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে আলকায়দা, আইএসআইএস জঙ্গিরা। বাংলাদেশ, ভারত, মায়ানমারে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে তারা।

জঙ্গিদের নিশানায় সেনা
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে এখন এই জঙ্গিদের লক্ষ্য সেনা কনভয় থেকে শুরু করে সামরিক প্রতিষ্ঠান, ঘাঁটি, ছাউনি ও শিবিরে হামলা চালানো। পাক গুপ্তচর সংস্থা আইএসআই চিনকে সবরকম সহযোগিতা চালিয়ে যাচ্ছে লাদাখে। এমনকী ভারতে ব্যাট অপারেশন চালানোর পরিকল্পনা করছে চিন এবং পাকিস্তান। একাধিক জায়গায় জঙ্গি হামলার মতো ঘটনা ঘটেছে। সেনাবাহিনীকে একাধিক জায়গায় টার্গেট করা হয়েছে। সেই খবরকে সত্যি প্রমাণিত করেই এদিন হামলা চালানো হয় সেনার উপর।

মদত রয়েছে চিনের
এদিকে ভারতকে কাবু করতে পাক জঙ্গিদেরও মদত নিচ্ছে বেজিং। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কাশ্মীরে নাশকতা চালানোর জন্য লালফৌজ পাকিস্তানি জঙ্গি সংগঠন অল বদরের সঙ্গে যোগাযোগ করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সূত্রের খবর, ভারতে ইতিমধ্যে প্রায় ১০০ পাক জঙ্গি অনুপ্রবেশ করে আত্মগোপন করে রয়েছে। তারা এখন স্থানীয় কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে ফের নতুন করে যোগাযোগ স্থাপন করছে।

ঘর গোছানোর আগেই ভাঙন শুরু, বিজেপিতে ঠকে' 'ঘর ওয়াপসি' বিপ্লব মিত্রের, যোগ দিলেন তৃণমূলে