For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশে জইশ-ই-মহম্মদের অস্তিত্ব নেই', ফের মিথ্যা বলে হাসির খোরাক পাকিস্তান

পাকিস্তানি সেনা দাবি করেছে, জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোনও অস্তিত্ব তাঁদের দেশে নেই।

  • |
Google Oneindia Bengali News

এদিন সারা বিশ্বকে হাসির খোরাক জুগিয়ে পাকিস্তানি সেনা দাবি করেছে, জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোনও অস্তিত্ব তাঁদের দেশে নেই। মাত্র কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্বীকার করে নিয়েছেন যে জইশ প্রধান মাসুদ আজহার তাঁদের দেশে রয়েছে। তবে সে গুরুতর অসুস্থ। শয্যাশায়ী। আর এদিন পাকিস্তানি সেনার বয়ানে সকলে অবাক হয়ে গিয়েছে।

দেশে জইশ-ই-মহম্মদের অস্তিত্ব নেই, ফের মিথ্যা বলে হাসির খোরাক পাকিস্তান

পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর বলেছেন, পাকিস্তানে জইশের অস্তিত্ব নেই।

এর আগে পাক বিদেশমন্ত্রী বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আজহার পাকিস্তানে রয়েছে। যতদূর জানি শরীর খুব খারাপ। এতটাই খারাপ যে নিজের বাড়ি থেকে বেরতে পারছে না। শয্যাশায়ী হয়ে রয়েছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনা কনভয়ে হামলার পরই পাকিস্তানে কাজ করা জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ হামলার দায় স্বীকার করে নিয়েছিল। এই জঙ্গি সংগঠন পাকিস্তানে থেকেই গত কয়েকবছরে বারবার ভারতে নাশকতা চালিয়েছে। সেই সংগঠন পাকিস্তানি সরকারের টাকায় ভারতে নাশকতা চালায়। অথচ পাক সেনা তাদের অস্তিত্বকেই অস্বীকার করল।

English summary
Pakistan Army claims Jaish-e-Mohammed 'does not exist' in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X