For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতায় সীমান্তের দিকে তাক করে যুদ্ধবিমান এফ ১৬ সাজাচ্ছে পাকিস্তান! পাক সেনা কোন পথে এগোচ্ছে

পাকিস্তানের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ক্যাম্প সহ একাধিক জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের বালাকোটে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ক্যাম্প সহ একাধিক জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের এই পাল্টা জবাবের রেশ কাটতে না কাটতেই ফের একবার রণসাজে পাকিস্তান! যে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের কথা বলেছিলেন, সেই পাকিস্তানই এখন ভারতীয় সীমান্তে যুদ্ধবিমান সাজাতে ব্যাস্ত! সূত্রের অন্তত এমনই দাবি।

মার্কিন স্যাটেলাইট কী বলছে?

মার্কিন স্যাটেলাইট কী বলছে?

মার্কিন স্যাটেলাইটে ধরা পড়া কয়েকটি চিত্রে দেখা গিয়েছে পাকিস্তানের পূর্ব দিকে সেনা তথা বায়ুসেনা তৎপরতা বেড়ে গিয়েছে। সূত্রের দাবি, ভারতীয় সীমান্ত বরাবর সাজিয়ে রাখা হচ্ছে যুদ্ধবিমান এফ ১৬ কে। যে এফ ১৬ নিয়ে পাকিস্তান ভারতের আকাশ সীমায় ঢুরে হামলার চেষ্টা করলেও পাল্টা মিগ ২১ নিয়ে তাড়া করে ভারতীয় বায়ুসেনা। যে ঘটনায় মিগ ২১ নিয়ে পাকিস্তানে আবতরণ করতে বাধ্য হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন।

সোনা মোতায়েন পাকিস্তানে

সোনা মোতায়েন পাকিস্তানে

ভারতীয় সীমান্ত বরাবর পাকিস্তানের আকাশসীমা নিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপিত রয়েছে। পাকিস্তানের সেনাকে ইতিমধ্যেই হাই অ্য়ালার্টে রাখা হয়েছে। ভারতীয় সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছে ১০ কম্পানি বিশেষ পাক সেনা। যাদের রাওয়ালপিণ্ডি ও শিয়ালকোট থেকে আনানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও জর্ডনের থেকে আসা তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্র ও জর্ডনের থেকে আসা তথ্য

মার্কিন যুক্তরাষ্ট্র ও জর্ডনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সেনার অবস্থান সম্পর্কে বহু তথ্য পেয়েছে। ভারতীয় সেনার দাবি, এদেশের সেনার র‌্যাডারেও পাক সেনার গতিবিধি ধরা পড়েছে। ভারতীয় সেনার দাবি গত ২৬ ফেব্রুয়ারির পর থেকেই এই সমস্ত র‌্যাডার ও বায়ুসেনার প্রতিরক্ষা বিভাগ আরও বেশি তৎপর রয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সেনাকে সেদেশের হায়দরাবাদ, সিন্ধ, স্কার্দু সহ একাধিক জায়গায় চরম সতর্ক থাকবার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Pakistan air force, army on high alert; lines border with F-16 fighters, troops.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X