পাকিস্তানের মিথ্যার মুখোশ খুলে গেল ! ২৬/১১ মুম্বই হামলা নিয়ে 'আসল সত্যি' জানাতে বাধ্য হল ইসলামাবাদ
নারকীয় সেই রক্তলীলার ১২ বছর কাটতে চলল। মুম্বই এখনও ২৬/১১ এর ক্ষত বুকে নিয়ে এগিয়ে চলেছে। টানা কয়েকদিনের অপারেশেনরা পর জঙ্গি নিধন করেছিল এদেশের নিরাপত্তা বাহিনি। মুম্বইয়ের সামনে আরও এক ২৬ নভেম্বর আসতে চলেছে। ২০০৮ সালের সেই ঘটনা নিয়ে শেষমেশ পাকিস্তান আসল সত্যি জানিয়ে দিতে বাধ্য হল। ভারতের কাছে শেষে ইমরান সরকারকে মাথা নোয়াতে হল!

কোন নথিতে বেঁফাস ইমরান!
পাকিস্তানের সবচেয়ে বড় তদন্তকারী দল ফডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি বুধবার এক নথিতে সেদেশে বসবাসকারী জঙ্গিদের নামের তালিকা প্রকাশ করে। সেখানেই তারা মেনে নিয়েছে মুম্বই হামলায় জড়িত ১১ জঙ্গির পাকিস্তানে বসবাসের কথা। বহু বছর ধরে দিল্লি যে দাবিতে সরব ছিল, তা এতদিনে কার্যত মেনে নিয়েছে ইসলামাবাদ।

কার কার নাম তালিকায়?
সেই অভিশপ্ত রাতে জঙ্গিদের নৌকা জোগাড় করে দেয়, মুলতানের মুহম্মদ আমজাদ খান। তার নাম রয়েছে ৮৮০ জনের জঙ্গি তালিকায়। ভারতের মায়ানগরীতে জঙ্গিদের পাঠাতে লাইফ জ্যাকেট সহ একাধিক জিনিস দিয়ে সাহায্য করেন আমজাদ।

কীভাবে নিজের জালে জড়াল পাকিস্তান?
প্রসঙ্গত, পাকিস্তান একের পর এক জঙ্গির নাম ওই তদন্তকারী দলের তালিকায় রেখেছে যারা মুম্বই হামলার ঘটনায় ভারতের জঙ্গি তালিকাতেও রয়ে গিয়েছে। যে নৌকোতে সেই রাতে জঙ্গিরা আসে,তার ৯ ক্র্যু মেম্বর, রিয়াজ, আতিক, মুশতাক, শবির, উসমান,, শাকিল, গফুর, সকলের নাম উঠে আসে পাকিস্তানের ও জঙ্গি তালিকায়। প্রসঙ্গত, সেই রাতে করাচির জলসীমায় নৌকা চালিয়েছিল এই গফুর। প্রসঙ্গত, মুম্বই হামলার পরেই দিলিলির তরফে তদন্তের পর এই সমস্ত সন্ত্রাসবাদীদের নাম পাকিস্তানকে দেওয়া হয়। জানানো হয়, ঘটনায় ইসলামাবাদের জড়িত থাকার কথা। যদিও তৎকালীন পাকিস্তান তা মানতে চায়নি। তবে বেফাঁস হয়ে যায় ইমরান সরকার। নিজের বিছানো মিথ্যার জালে এবার তারাই জড়িয়ে পড়ল।

পাকিস্তানের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি তালিকা!
পাকিস্তান এদিন দেশের ১২১০ হাইপ্রোফাইল জঙ্গিদের নামের একটি তালিকা প্রকাশ করে। সেখানে ২৬/১১ মুম্বই হামলার সঙ্গেল জড়িত জঙ্গিদের নাম থাকলেও, মাসুদ আজহার, হাফিজ সইদ বা দাউদ ইব্রাহিমের নাম পাওয়া যায়নি।

দাউদ ও পাকিস্তান
পাকিস্তানের সন্ত্রাসবাদীর তালিকায় কোনও দিনই জায়গা হয়নি দাউদের। তাকে আলাদাভাবে বহাল তবিয়তে করাচিতে রেখেছে ইসলামাবাদের সরকার। এদিকে, বালুচিস্তানের ৭৩৭ জন জঙ্গির নাম এদিন ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সির তালিকায় তুলে ধরেছে তারা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের, ভাঙন-জল্পনার মাঝে টোপ অধীরের