For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ভোট আসন্ন! ওদিকে পাকিস্তানে জেগে উঠছে বালাকোটের জঙ্গি-লঞ্চপ্যাড, গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

সামনেই কাশ্মীরের স্থানীয় নির্বাচন। তার আগে , সদ্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এবার সমস্ত বিধি নিষেধ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। এমন এক পরিস্থিতিতে , গোয়েন্দাদের সাম্প্রতিক

  • |
Google Oneindia Bengali News

সামনেই কাশ্মীরের স্থানীয় নির্বাচন। তার আগে, সদ্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এবার সমস্ত বিধি নিষেধ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এমন এক পরিস্থিতিতে, গোয়েন্দাদের সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, ধীরে ধীরে পাকিস্তানের বালাকোটে ফের জেগে উঠছে জঙ্গি শিবির। একাধিক জঙ্গি লঞ্চপ্যাড পাকিস্তান থেকে কাশ্মীরের পথে জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে রীতিমতো প্রস্তুতি তুঙ্গে রেখেছে ইসলামাবাদ।

 ২০ টি জঙ্গি শিবির প্রস্তুত

২০ টি জঙ্গি শিবির প্রস্তুত

গোয়েন্দাসূত্রের খবর, পাকিস্তানের অন্দরে বালাকোটে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে গুঁডি়য়ে যাওয়া পাকিস্তানের বালাকোটের শিবিরগুলিকে নতুন করে চাঙ্গা করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের জন্য।

৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে মরিয়া চেষ্টা পাকিস্তানের

৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে মরিয়া চেষ্টা পাকিস্তানের

পাকিস্তানে ইসলামাবাদে ইমরানের গদি বাঁচাতে তেহরিকে ইনসাফ পার্টি সরকার সমস্ত রকমের চেষ্টা শুরু করে কাশ্মীর ইস্যুকে ঘিরে। তারমধ্যে অন্যতম , পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ফন্দি ফিকির। পাক গুপ্তচর সংস্থা, আপাতত সেদেশের ৫০ জন সেনা অফিসারকে দিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যস্ত।

 ২০ টি লঞ্চপ্যাডে ক'জন জঙ্গি ?

২০ টি লঞ্চপ্যাডে ক'জন জঙ্গি ?

গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে নতুন করে ২০ টি লঞ্চপ্যাড তৈরি করেছে জঙ্গি শিবিরগুলি। সেই জঙ্গি শিবিরের প্রতিটিতে অন্তত নতুন করে ৫০ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত জঙ্গিরা কেবলমাত্র কাশ্মীরে প্রবেশ করে নাশকতার বিষয়েই প্রশিক্ষণ পাচ্ছে বলে খবর।

 কোন কোন জঙ্গি সংগঠন হাত মিলিয়েছে?

কোন কোন জঙ্গি সংগঠন হাত মিলিয়েছে?

ভারতীয় নিরাপত্তাবাহিনীর এক সূত্র অনুযায়ী খবর, লস্কর -এ-তৈবা
, হিজবুল মুজাহিদ্দিন সহ একাধিক পাকিস্তানি জঙ্গি সংগঠন কাশ্মীর এই হামলা নিয়ে পাক গুপ্তচর সংস্থাকে সাহায্য করে যাচ্ছে। কাশ্মীর পুলিশের মতে, ইতিমধ্যেই উপত্যকায় সক্রিয় ২০০-৩০০ জন জঙ্গি। এমন এক পরিস্থিতিতে রীতিমতো সতর্কতা অবলম্বন করছে ভারতীয় সেনা।

<strong>[ 'ঐতিহাসিক ভুল সংশোধন'! মোদীর উন্নয়ন প্যাকেজে রাজ্যের ৫ হাজারের ওপর পরিবারকে সাহায্য]</strong>[ 'ঐতিহাসিক ভুল সংশোধন'! মোদীর উন্নয়ন প্যাকেজে রাজ্যের ৫ হাজারের ওপর পরিবারকে সাহায্য]

[ দশেরায় 'তুলকালাম'! বিহারের জোট 'বিসর্জন' নিয়ে জল্পনা][ দশেরায় 'তুলকালাম'! বিহারের জোট 'বিসর্জন' নিয়ে জল্পনা]

English summary
Pakistan activates 20 terror camps, launch pads across LoC, know details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X