For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখদের ৭০ বছরের দাবিকে মেনে নিয়েছে পাকিস্তান, পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য, দাবি পাঞ্জাব মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

কর্তারপুর করিডর খুলে দেওয়ার পেছনে পাকিস্তানের অন্য কোনও অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়ে সোমবার সন্দেহ প্রকাশ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি জানিয়েছেন, শিখ সম্প্রদায়ের ৭০ বছরের দাবিকে আচমকা পাকিস্তান মেনে নেওয়ার পেছনে তাঁদের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে অন্য কোনও উদ্দেশ্য সফল করতে চাইছে দেশের প্রতিবেশী দেশ।

কর্তারপুর করিডর নিয়ে মুখ খুললেন অমরিন্দর


অমরিন্দর সিং জানিয়েছেন, পাকিস্তানের এই পদক্ষেপের পেছনে কোনও প্রচ্ছন্ন উদ্দেশ্য থাকতে পারে তাই পাঞ্জাবে কড়া সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ যাতে কোনও অসাধু উপায়কে কাজে লাগাতে না পারে তার জন্যই এই ব্যবস্থা বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '‌কর্তারপুর করিডর খুলে দেওয়ার জন্য পাকিস্তানকে গত ৭০ বছর ধরে আবেদন করে আসছে শিখ সম্প্রদায়। কিন্তু হঠাৎ করে পাকিস্তানের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্য কোনও কারণ রয়েছে বলেই মনে হচ্ছে।

শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে পাকিস্তান সরকারের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে।’‌ তিনি আরও বলেন, '‌কর্তারপুর করিডর উদ্বোধনের সময় পাকিস্তান কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাবে না বলেই বিশ্বাস, কিন্তু যেহেতু পাঞ্জাব সীমান্তবর্তী রাজ্য, তাই সেখানে সতর্কতা থাকা জরুরি।’‌ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর পুলিশ খুব কাছ থেকে নজরদারি করছে এবং উচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

অমরিন্দর সিং অভিযোগ করেন যে শিরোমণি গুরুদ্বার প্রবর্তক কমিটি (‌এসজিপিসি)‌ তাঁর সরকারের আয়োজিত ঐতিহাসিক ৫৫০তম প্রকাশ পূর্ব উদযাপন অনুষ্ঠানকে অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী বলেন, '‌এই জাতীয় বড় ঘটনা সর্বদা, ঐতিহ্যগতভাবে, রাজ্য সরকারের নেতৃত্বে উদযাপিত হত, তবে এসজিপিসি, অকালীদের নির্দেশে, এ বছরের সরকারের কর্মসূচিকে সমর্থন করতে অস্বীকার করেছে।’‌

English summary
Pakistan has another plan, warns Amrinder Singh after Imran Khan govt agrees to open Kartarpur Corridor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X