For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোকে কটাক্ষ! পাকিস্তানিদের কাছেই তিরস্কৃত পাক বিজ্ঞানমন্ত্রী

একটা উপগ্রহ পাঠানোর ক্ষমতা নেই তারা আবার ইসরোর সমালোচনা করছে সোশ্যাল মিডিয়া জুড়ে এভাবেই তিরস্কৃত হলেন পাক বিজ্ঞানমন্ত্রী ফওয়াদ চৌধুরী।

Google Oneindia Bengali News

একটা উপগ্রহ পাঠানোর ক্ষমতা নেই, তারা আবার ইসরোর সমালোচনা করছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এভাবেই তিরস্কৃত হলেন পাক বিজ্ঞানমন্ত্রী ফওয়াদ চৌধুরী। চন্দ্রযান-২ এর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে ইসরোকে কটাক্ষ করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা প্রকাশ পেতেই পাল্টা আক্রমণ ধেয়ে আসতে থাকে ভারতীয়রা তো বটেই পাকিস্তানিরাও তাঁকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ করে গিয়েছেন।

ইসরোকে কটাক্ষ! পাকিস্তানিদের কাছেই তিরস্কৃত পাক মন্ত্রী

টুইটে পর টুইটে ফওয়াদের বিরুদ্ধে এক প্রকার তোপ দেগেছেন েনটিজেনরা। অনেকেই কটাক্ষ করে িলখেছেন যে দেশের একটা উপগ্রহ পাঠানোর ক্ষমতা নেই তারা আবার অন্যের ক্ষুত ধরছে। পাকিস্তানিরাই কটাক্ষ করে নিজেদের বিজ্ঞান মন্ত্রীকে লিখেছেন ভারতের কাছে চন্দ্রযান পাঠানোর ৯০ কোটি টাকা তো রয়েছে। আপনার কাছে তো সেই টাকাটাও নেই।

এরকম একের পর এক বিরুপ প্রতিক্রিয়ায় সোশ্যাস মিডিয়ায় পাক বিজ্ঞানমন্ত্রীকে বিদ্ধ করেছেন নেটিজেনরা। ভারতের মিশন নিেয় যাঁরা প্রশ্ন তুলেছেন তাঁরা নিজেরা একটা উপগ্রহ আকাশে পাঠিয়ে দেখাক। সোস্যাস মিডিয়ায় ফওয়াদকে কটাক্ষ করে লিখেছেন এক ভারতীয়।

English summary
Pak Science Minister Fawad Chaudhry mocked India’s space agency ISRO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X