For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে হুমকি দেওয়া পাকিস্তানি মন্ত্রী রশিদকে মারধর সেদেশেরই বিরোধী নেতৃত্বের

লন্ডনে নিজের দেশের নেতাদের হাতেই প্রহৃত হলেন পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ শেখ।

Google Oneindia Bengali News

লন্ডনে নিজের দেশের নেতাদের হাতেই প্রহৃত হলেন পাকিস্তানের রেলমন্ত্রী রশিদ শেখ। বিলাওল আলি ভুট্টোর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার পরেই লন্ডনে হেনস্থার শিকার হন রশিদ। তাঁর ওপর এই হামলার দায় স্বীকার করেছেন দুই পিপিপির আধিকারি আসিফ আলি খান এবং শমাহ নওয়াজ। তাঁরা টুইটারে পাকিস্তানি মন্ত্রীর ওপর হামলার দায় স্বীকার করে নিয়েছেন।

ভারতকে হুমকি দেওয়া পাক মন্ত্রীকে মারধর সেদেশেরই বিরোধীদের

লন্ডনের হোটেল থেকে বেরিয়ে আসার পরেই রশিদ খান এবং ওয়ামি লিগের প্রধানকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে দুই ব্যক্তি। এমনকী তাঁকে মরধরও করা হয় বলে অভিযোগ। তাঁকে উদ্দেশ্য করে রীিতমতো কটূক্তি করে দুই ব্যক্তি। পরে টুইটে তাঁরা লেখেন রশিদের ভাগ্য ভাল যে তাঁকে শুধু িডম ছুরেই আক্রমণ করা হয়েছে।

এই ঘটনা জানার পরল আওয়ামি লিগের ব্রিটেনের প্রধান সেলিম শেখ জানিয়েছেন, তিনি রশিদের অনুমতি নিয়ে পুলিেস অভিযোগ জানাবেন।

পুলওয়ামা হামলার পর থেকে ভারত বিরোধী একাধিক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন পাক রেলমন্ত্রী। পুলওয়ামা হামলার পর তিনি ভারতকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যেন মুসলিম দেশগুলির দিকে না তাকায় কোনও দেশ। সেই সুরে সুর মিলিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও।

English summary
Pak Rail Minister Sheikh Rashid Ahmad was allegedly assaulted by two workers of PPP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X