For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হাতে তুলে নিন বন্দুক! কাশ্মীরের উদ্দেশ্যে জিহাদের ডাক ইমরান খানের, নিশানায় মোদী

ফের উসকানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরাসরি ভারতের দিকে আঙুল তুলে জিহাদের ডাক দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ফের উসকানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সরাসরি ভারতের দিকে আঙুল তুলে জিহাদের ডাক দিলেন তিনি। জম্মু-কাশ্মীরের মানুষকে উস্কানি দিয়ে তাঁর বক্তব্য, এবার বন্দুক হাতে তুলে নেওয়ার সময় এসেছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাপুরুষ বলে ব্যাখ্যা করেন তিনি। বলেন, কেবলমাত্র কাপুরুষেরাই এমন কাজ করতে পারে।

বন্দুক হাতে নিন! কাশ্মীরের উদ্দেশ্যে ইমরানের জিহাদের ডাক

শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদের একটি সভা থেকে ইমরানের হুঁশিয়ারি, কাশ্মীরকে মানবতা দিয়ে বিচার করতে হবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মানবতাবোধ নেই। তাই তিনি তা করেননি। তিনি যা করেছেন, তা কাপুরুষোচিত। তাঁর জন্যই ৪০ দিন ধরে থমকে রয়েছে কাশ্মীর।

ইমরান খান এদিন তাঁর বক্তব্য আরএসএসকেও টেনে আনেন। একযোগে বেঁধেন আরএসএস, বিজেপি ও নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, তাঁরা কাশ্মীরে যা করেছে, তা ঠিক নয়, জুলুম করে কখনও সফল হওয়া যায় না। মোদী ছোটবেলা থেকেই আরএসএসের সদস্য। োই সংগঠন শউদু ঘৃণাই করতে পারে।

এক মাসের তিনবার পাক অধিকৃত কাশ্মীরে এসে ভারতকে নিশানা করেন ইমরান খান। এর আগে রাষ্ট্রসংঘ পর্যন্ত তিনি ছুটেছিলেন ভারতকে প্যাঁচে ফেলার জন্য। কিন্তু সর্বক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন। উল্টে তিনি নিজেই একঘরে হয়ে গিয়েছেন। একমাত্র চিন ছাড়া কাউকেই তিনি পাশে পাননি।

সম্প্রতি রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও পাকিস্তানের কথা ধোপে টেকেনি। ভারত সেখানে যোগ্য উত্তর দিয়ে এসেছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী এজাজ আহনেদও ঘুরিয়ে ইমরান খানের সমালোচনা করেছেন। পাকিস্তানের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

English summary
Pak PM Imran Khan does furious threat to India to pick pistol in hand. He calls jihad from Pakistan Occupied Kashmir against India’s PM Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X