For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে ব্যর্থতার স্বীকারোক্তি ইমরানের! মোদীর কথা উল্লেখ করে নিজের অবস্থান ব্যাখ্যা

কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। একথা স্বীকার করে নিলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অবশ্য হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। একথা স্বীকার করে নিলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অবশ্য হতাশ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে। পাকিস্তান বিভিন্ন মঞ্চ থেকে কাশ্মীরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চালিয়েছে, কিংবা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে কাশ্মীর নিয়ে ৩৭০ ধারা বাতিলের পর থেকে সেই চেষ্টা আরও ব্যাপকভাবে শুরু হয়েছে। যদিও বেশিরভাগ দেশই এই পরিস্থিতিতে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে।

কাশ্মীর নিয়ে ব্যর্থতার স্বীকারোক্তি ইমরানের! মোদীর কথা উল্লেখ করে নিজের অবস্থান ব্যাখ্যা

আন্তর্জাতিক সম্প্রদায় যে তাঁকে হতাশ করেছে, তা স্বীকার করে নিয়েছেন ইমরান। পাশাপাশি তিনি বলেছেন, মোদী ওপরে সেরকম কোনও চাপ নেই। তবে তারা চাপ বজায় রাখবেন বলে জানিয়েছেন ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তি মূলক অবস্থানে হাজির ছিলেন সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি। এইকথা বলার মধ্যমে কাস্মীর নিয়ে ইমরান যে নিজের দেশে খুব চাপে রয়েছেন, তা কার্যত স্বীকার করে নিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইমরান যখন এই মন্তব্য করেন, তখন তিনি এবং মোদী নিউইয়র্কেই। দুজনেই আলাদা করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সঙ্গে বৈঠকও করেছেন। ট্রাম্প কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যস্থতা করার ফের প্রস্তাব দিয়েছেন। তবে সঙ্গে বলেছেন, দুই দেশ যদি রাজি থাকে। ভারত বরাবরই কাশ্মীর নিয়ে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপের বিরোধী।

কাশ্মীর নিয়ে পাকিস্তানের চেষ্টা কেন আন্তর্জাতিক পর্যায়ে বারবার উপেক্ষা করা হচ্ছে তা নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যাও দিয়েছেন ইমরান। তিনি ভারতের অর্থনিতেক অবস্থান এবং বিশ্বে সুনামকে অবশ্য স্বীকার করে নিয়েছেন। সঙ্গে তিনি বলেন ভারতে ১২০ কোটি মানুষের বাজার রয়েছে।

[কাশ্মীরের গণতন্ত্র নেই, মানুষ রয়েছেন ভয়ে! গুলাম নবির দাবিতে চাঞ্চল্য][কাশ্মীরের গণতন্ত্র নেই, মানুষ রয়েছেন ভয়ে! গুলাম নবির দাবিতে চাঞ্চল্য]

এর আগে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী ব্রিগেডিয়ার ইজাজ আহমেদ শাহ বলেছিলেন কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান।

 [ কাশ্মীর নিয়ে বিদেশের মাটিতে 'জরুরি' প্রস্তাব! রাণির দেশের দলের সমালোচনায় ভারত] [ কাশ্মীর নিয়ে বিদেশের মাটিতে 'জরুরি' প্রস্তাব! রাণির দেশের দলের সমালোচনায় ভারত]

English summary
Admitting that Pakistan has failed in its attempts to internationalise the Kashmir issue, Prime Minister Imran Khan said that he is "disappointed with the international community" over the issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X