For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে প্রচ্ছন্ন 'শর্ত' পাকিস্তানের! দিল্লি-ইসলামাবাদ সম্পর্ক নিয়ে মুখ খুললেন কুরেশি

কাশ্মীর নিয়ে প্রচ্ছন্ন 'শর্ত' পাকিস্তানের! দিল্লি-ইসলামাবাদ সম্পর্ক নিয়ে মুখ খুললেন কুরেশি

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা ও ৩৭০ ধারা অবলুপ্তি ঘিরে দুই দেশের উত্তেজনার মধ্যেই এসসিও বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে চলেছে ভারত। এমন পরিস্থিতিতে এশিয়ার রাজনীতিতে ফের দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির কথা উঠতে শুরু করেছে। তবে সে গুড়ে কার্যত বালি ঢেকে এবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী ফের একবার ভারতকে বিঁধলেন চেনা সুরে।

পাক বিদেশমন্ত্রীর কণ্ঠে কোন সুর

পাক বিদেশমন্ত্রীর কণ্ঠে কোন সুর

পাকিস্তানের বিদেশমন্ত্রী শহা মেহমুদ কুরেশি সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন , কাশ্মীর ইস্যুর সমাধান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ কোনও মতেই ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না। কার্যত কাশ্মীর নিয়ে 'শর্ত' সাপেক্ষেই এদিন শান্তির বার্তার কথা জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।

 কুরেশির দাবি

কুরেশির দাবি

পাকিসস্তানের বিদেশমন্ত্রী শহ মেহমুদ কুরেশি জানান, 'আমাদের সরকার চায় প্রতিবেশী রাষ্ট্রে বজায় থাকুক শান্তি। আমাদের শান্তির প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ আর্থিক উন্নয়নের জন্য। তবে ভারতের সঙ্গে শান্তির মূল্য চোকাতে আমরা রাজি নই। ' তিনি বলেন ,কাশ্মীর সমস্যা সমাধান ব্যতীত এই শান্তি সম্ভব নয়।'

আরএসস- বিজেপিকে তোপ কুরেশির

আরএসস- বিজেপিকে তোপ কুরেশির

পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'আরএসএস অনুপ্রাণিত বিজেপি সরকার ভারতকে হিন্দু রাষ্ট্র তৈরির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ' তিনি বলেন, কিভাবে 'অখন্ড ভারতের' রাস্তায় ভারত সরকার এগিয়ে যাচ্ছে তা দেখছে গোটা বিশ্ব।

 ট্রাম্পের মধ্যস্থতার বার্তা

ট্রাম্পের মধ্যস্থতার বার্তা

ডোনাল্ড ট্রাম্প এর আগে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার বার্তা দেন। সেই মধ্যস্থতার প্রস্তাবে সায় দিয়েছে পাকিস্তান। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের পাশে থাকলেও, ভারতের তরফে সেই সময় জানিয়ে দেওয়া হয় কাশ্মীর ইস্যু মূলত ভারতের অভ্যন্তরীণ বিষয়। আর মোদী কখনোই এই বিষয়ে ট্রাম্পকে মধ্যস্থতার প্রস্তাব দেননি। ফলে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেই মরিয়া উদ্যোগেও জল ঢেলে দেয় ভারত।

সেমিফাইনালের লড়াইয়ে প্রশান্ত কিশোরের নির্দেশিকা! 'ভয়ে' কাউন্সিলর, বিধায়করাসেমিফাইনালের লড়াইয়ে প্রশান্ত কিশোরের নির্দেশিকা! 'ভয়ে' কাউন্সিলর, বিধায়করা

English summary
Pak Minsiter Qureshi says,Islamabad is not ready for peace with India without resolving Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X