For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে সংকটের মেঘ FATF এর বৈঠক ঘিরে !ইমরানের পরিস্থিতি কোনদিকে এগোচ্ছে

  • |
Google Oneindia Bengali News

যেভাবে সন্ত্রাস ইস্যুতে বারুদ নিয়ে খেলা করছে ইসলামাবাদ, তাতে চরমতম সংকট দেখা দিতে পারে পাকিস্তানে। FATF এর বৈঠকের আগে এমনই ইঙ্গিত উঠে আসছে। এই ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অর্থ লেনদের বিষয়ক নজরদারি সংস্থা FATF এর রিভিউ বৈঠক রয়েছে। আর সেখানেই , সন্ত্রাসে আর্থিক মদত ইস্যুতে ধূসর তালিকায় চলে যাওয়া পাকিস্তানের মরিয়া চেষ্টা তালিকার বাইরে আসার জন্য। কিন্তু সম্ভবত ইমারান স্বস্তি এখনই পাচ্ছেন না! আর তার নেপথ্যে বেশ কয়েকটি কারণ উঠে আসছে।

 পশ্চিমী কূটনীতিকরা কী বলছেন?

পশ্চিমী কূটনীতিকরা কী বলছেন?

পশ্চিমী কূটনীতিবিদরা মনে করছেন যে, FATF এর ধূসর তালিকা থেকে এখনই বেরিয়ে আসতে পারবে না পাকিস্তান। কারণ, FATF এর ২৭ টি মানদণ্ডের মধ্যে ১৪ টি পূরণ করতে পেরেছে পাকিস্তান। ফলে , পাকিস্তান ২০১৮ সাল থেকে যেমন ধূসর তালিকায় ছিল , তেমনই তালিকায় থাকবে।

কেন পাকিস্তানের সংকট বাড়তে পারে?

কেন পাকিস্তানের সংকট বাড়তে পারে?

প্রসঙ্গত, পাকিস্তান জঙ্গি নেতা হাফিজকে নিয়ে FATF এর বৈঠকের চিক আগের দিন জেলবন্দির সিদ্ধান্ত নিয়েছে। তার আগে সন্ত্রাসের হাফিজের প্রভাব নিয়ে কোনও বড় পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। অন্যদিকে, রাষ্ট্রসংঘের তালিকায় থাকা কুখ্যাত জঙ্গি জাকিউর রহমান লকভিকে নিয়েও কোনও বড় পদক্ষেপ নিতে পারেনি পাকিস্তান। ফলে এই সমস্ত দিকগুলি পাকিস্তানকে কোণঠাসা করতে পারে বলে মনে করা হচ্ছে।

FATF এর তরফে কী বক্তব্য?

FATF এর তরফে কী বক্তব্য?

FATF জানিয়েছে, পাকিস্তান, ইরান যেদিকে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যাচ্ছে, তাতে আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে সন্ত্রাস ইস্যুতে। প্রসঙ্গত, আগামী ১৯-২১ তারিখ FATF এর প্লেনারি সেশন। আর তখনই ইসলামাবাদের ভাগ্যে কী রয়েছে, তা জানা যাবে।

FATFএর চোখে স্বস্তির জায়গায় নেই পাকিস্তান?

FATFএর চোখে স্বস্তির জায়গায় নেই পাকিস্তান?

FATF এর চোখে স্বস্তির জায়গায় নেই পাকিস্তান। আর তার জন্য পাকিস্তান জানিয়েই দিয়েছে, লস্কর, তালিবান, আইএস, আল কায়েদাকে নিয়ে পাকিস্তান কড়া পদক্ষেপ নিতে পারেনি। আটকাতে পারেনি হাক্কানি নেটওয়ার্ককে। ফলে পাকিস্তান যে FATF এর ধূসর তালিকা মুক্তি সহজেই হতে পারবে না, সেবিষয়ে খানিকটা নিশ্চিত পশ্চিমী কূটনৈতিক মহল। তবে, শেষ মুহূর্তে FATF এ মার্কিন কূটনীতিকরা ও চিন কোন অবস্থান নেয় , সেদিকে তাকিয়ে সকলে।

English summary
Pak may stay in grey list of FATF, know the reason of Imran's bad fate .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X