For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, এবার মেনে নিল পাকিস্তান! স্বীকারোক্তি খোদ পাক আইনজীবীর

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা মেনে নিলেন পাকিস্তানের এক শীর্ষ সরকারি আইনজীবী। খাওয়ার কুরেশিই কার্যত স্বীকার করে নিলেন, আন্তর্জাতিক মহল জানে কাশ্মীর ভারতেরই অংশ।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, তা মেনে নিলেন পাকিস্তানের এক শীর্ষ সরকারি আইনজীবী। কুলভূষণ যাদব ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা লড়েছিলেন যে আইনজীবী সেই খাওয়ার কুরেশিই কার্যত স্বীকার করে নিলেন, আন্তর্জাতিক মহল জানে কাশ্মীর ভারতেরই অংশ। আর এ ব্যাপারে অকাট্য প্রমাণ নেই ইমরান সরকারের কাছে।

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ

পাকিস্তানের আইনজীবী খাওয়ার কুরেশির এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক স্তরে ফের একবার পাকিস্তানকে অস্বস্তিতে ফেলল। জম্মু-কাশ্মীর ইস্যুতে লাহোরে এক আলোচনায় তিনি বলেন, জম্মু-কাশ্মীর যে পাকিস্তানেক অংশ সেটা সম্ভবত আন্তর্জাতিক মহল জানেই না। ওই প্রদেশের পরিস্থিতি আমরা যতটা উপলব্ধি করতে পারি, তা বিশ্ব দেখতে পারে না। তাই জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাবছে বিশ্ব।

পাকিস্তানের দাবি ধোপে টিকবে না

পাকিস্তানের দাবি ধোপে টিকবে না

শুধু এখানেই থেমে থাকেননি পাক আইনজীবী, তিনি আরও বলেন, কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে দিল্লি, তার উপযুক্ত প্রমাণ কোথায় পাকিস্তানে হাতে। তাই পাকিস্তানের দাবি ধোপে টিকবে কেন। অকাট্য প্রমাণ ছাড়া পাকিস্তানের পক্ষে সম্ভব নয়, নিজেদের দাবিকে আন্তর্জাতিক স্তরে মজবুত করা।

আন্তর্জাতিক স্তরে এক ঘরে পাকিস্তান

আন্তর্জাতিক স্তরে এক ঘরে পাকিস্তান

দিল্লির সরকার কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তথা ৩৭০ ধারা বিলুপ্ত করায় ক্ষুব্ধ পাকিস্তান, আন্তর্জাতিক স্তরে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। কিন্তু রাষ্ট্রসংঘে গিয়েও কোনও লাভ হয়নি। সেখানে চিন ছাড়া কারও সমর্থন আদায় করতে পারেনি পাকিস্তান।

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু

আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন ভারতকেই সমর্থন করে। আন্তর্জাতিক মহল জানিয়েই দেয় কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। এরপর ইমরান সরকারের শীর্ষ আইনজীবীর মুখেও একই ব্যাখ্যা শোনা গেল।

English summary
Pak Lawyer admits that Jammu and Kashmir is inseparable part of India. He admits no evidence in hand of Pakistan about this. Pakistan again embarrasses in International level about Kashmir issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X