For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি মাসুদ আজহারের সঙ্গে দলাই লামার তুলনা! হামিদ মীরের টুইট ঘিরে তোলপাড়

ষ্ট্রসংঘের তরফে মাসুদ আজহারকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দেওয়ার সময় বেঁকে বসে চিন। আর তার জন্যই জঙ্গি সংগঠন জইশের প্রধান মাসুদকে সন্ত্রাসবাদীর তালিকায় আনতে পারেনি রাষ্ট্রসংঘ।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসংঘের তরফে মাসুদ আজহারকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দেওয়ার সময় বেঁকে বসে চিন। আর তার জন্যই জঙ্গি সংগঠন জইশের প্রধান মাসুদকে সন্ত্রাসবাদীর তালিকায় আনতে পারেনি রাষ্ট্রসংঘ। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ ভারত। এদিকে এমন পরিস্থিতিতে দলাই লামার সঙ্গে জঙ্গি মাসুদের তুলনা চেনে চরম বিপাকে পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর।

জঙ্গি মাসুদ আজহারের সঙ্গে দালাই লামার তুলনা! হামির মীরের টুইট ঘিরে তোলপাড়

হামিদ মীর এদিন এক টুইট বার্তায় জানান, 'এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে মাসুজ আজহারের বিরুদ্ধে চিন কেন রেজলিউশন ব্লক করেছে রাষ্ট্রসংঘে। চিনের শত্রুকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে বহু বছর ধরে। আর তার নাম দলাই লামা।' আর এভাবে তিব্বতীয় ধর্মগুরু দালাই লামার সঙ্গে জঙ্গি মাসুদ আজহারের তুলনা টানার পাকিস্তানি সংবাদিক হামিদ মীরকে ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

উল্লেখ্য, ১৯৫৯ সালে তিব্বতের সঙ্গে চিন প্রাশাসনের উত্তেজনার মধ্যে ভারতে চলে আসেন দলাই লামা।এই বিখ্যাত বৌদ্ধ ধর্মগুরু তখন থেকেই এদেশে বসবাস শুরু করেন। ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন দালাই লামা। আর সেই বৌদ্ধগুরুর সঙ্গেই পুলওয়ামা কাণ্ডে জওয়ানদের হত্যার নেপথ্য খলনায়ক জঙ্গি মাসুদ আজহারের তুলনা করেছেন পাকিস্তানি সাংবাদিক।

English summary
Pak Journalist Compares Dalai Lama With Masood Azhar, Slammed On Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X