For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাটি ব্যবহার করেছে জইশ! শুনুন মুশারফের স্বীকারোক্তি

বিদেশের মাটিতে বসে, নিজের দেশের জঙ্গি কার্যকলাপ নিয়ে স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের।

  • |
Google Oneindia Bengali News

বিদেশের মাটিতে বসে, নিজের দেশের জঙ্গি কার্যকলাপ নিয়ে স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার শাসনের সময়ে মাসুদ আজহারের জইশ-ই মহম্মদকে ভারতের হামলার জন্য ব্যবহার করা হত। যার পিছনে ছিল আইএসআই।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মাটি ব্যবহার করেছে জইশ! শুনুন মুশারফের স্বীকারোক্তি

সম্প্রতি মুশারফের সাক্ষাৎকারটি নিয়েছিলেন পাকিস্তানের সাংবাদিক নাদিম মালিক। জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে স্বাগত জানিয়েছেন মুশারফ। তাঁর অভিযোগ করে বলেছেন, এটি হল সেই সংগঠন, যারা তাকে হত্যা করতে দুবার চেষ্টা করেছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট থাকার সময় সেই চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন মুশারফ। সাক্ষাৎকারের দু মিনিটের একটি ক্লিপ নিজের টুইটার হ্যান্ডেলে দিয়েছেন পাকিস্তানের ওই সাংবাদিক।

রাওয়ালপিন্ডির ঝাণ্ডা চিচি এলাকায় ২০০৩-এর ডিসেম্বরে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্টের ওপর হামলার চেষ্টা হয়েছিল। মুশারফ জানিয়েছেন, সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন তিনি। মুশারফকে প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থাতেও তিনি কেন জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। সেই সময় উত্তরে মুশারফ বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতের বিরুদ্ধে জইশকে ব্যবহার করত। সাফাই নিয়ে গিয়ে মুশারফ যুক্তিও সাজিয়েছেন। তিনি বলেছেন, ভারত যেমন পাকিস্তানেবিস্ফোরণ ঘটাত, পাল্টা তেমনই ভারতেও করা হত।

মঙ্গলবার পাকিস্তানের ইমরান খান সরকারের তরফে মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আসগর-সহ ৪৩ জনকে আটক করার কথা জানায়। পাকিস্তানের বালাকোটে হামলার প্রায় ১০ দিন পরে জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেদেশের সরকার।

English summary
Pak intel used JeM for attacks in India during my tenure said Musharraf
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X