For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর নিয়ে পাকিস্তান এখনই কী চায়, জানাল রাষ্ট্রসংঘকে

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সমর্থন না পেয়ে দেশের মাটিতে উদ্বিঘ্ন ইমরান কানের সরকার। ভারত বিরোধী শক্তিকে সন্তুষ্ট রাখতে কাজ করার চেষ্টা দেখিয়ে যাচ্ছে পাকিস্তানের সরকার।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সমর্থন না পেয়ে দেশের মাটিতে উদ্বিঘ্ন ইমরান কানের সরকার। ভারত বিরোধী শক্তিকে সন্তুষ্ট রাখতে কাজ করার চেষ্টা দেখিয়ে যাচ্ছে পাকিস্তানের সরকার। সর্বশেষ নমুনা হল রাষ্ট্র সংঘকে লেখা পাকিস্তানের বিদেশমন্ত্রীর চিঠি। সেই চিঠিতে শাহ মেহমুদ কুরেশি জম্মু ও কাশ্মীরে গণভোটের দাবি করেছেন। কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে প্রায় দুমাস অতিক্রান্ত হয়েছে।

কাশ্মীর নিয়ে পাকিস্তান এখনই কী চায়, জানাল রাষ্ট্রসংঘকে

পাকিস্তানের বিদেশমন্ত্রী রাষ্ট্রসংঘের কাছে পাঠানো চিঠিতে, ৭০ বছর আগেকার সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। সেই সময় ভারত ও পাকিস্তান দুপক্ষই গণভোটের পক্ষে সায় দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অগাস্টের প্রথম সপ্তাহের সংসদের উভয় কক্ষেই কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়ার আইনটি তুলে নেওয়া হয়। পাশাপাশি রাজ্যকে দুভাগে ভাগ করে দেওয়া হয়।

[ কাশ্মীর নিয়ে ব্যর্থতার স্বীকারোক্তি ইমরানের! মোদীর কথা উল্লেখ করে নিজের অবস্থান ব্যাখ্যা][ কাশ্মীর নিয়ে ব্যর্থতার স্বীকারোক্তি ইমরানের! মোদীর কথা উল্লেখ করে নিজের অবস্থান ব্যাখ্যা]

রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে দেওয়া চিঠিতে পাকিস্তানের অভিযোগ ভারতের সিদ্ধান্ত কাশ্মীরের জনসংখ্যার পরিবর্তন ঘটাবে। পাশাপাশি চিঠিতে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করা হয়েছে। বলা হয়েছে ভারতের সিদ্ধান্ত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে হুমকির। এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়াবে বলেও অভিযোগ করেছেন তিনি।

 [ কাশ্মীর নিয়ে বিদেশের মাটিতে 'জরুরি' প্রস্তাব! রাণির দেশের বিরোধী দলের সমালোচনায় ভারত] [ কাশ্মীর নিয়ে বিদেশের মাটিতে 'জরুরি' প্রস্তাব! রাণির দেশের বিরোধী দলের সমালোচনায় ভারত]

English summary
Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi on Wednesday wrote a letter to the United Nations requesting to conduct plebiscite in Jammu and Kashmir, where Article 370 was abrogated by the Modi government recently
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X