For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জইশ প্রধান মাসুদের সঙ্গে যোগ রয়েছে পাক সরকারের! পুলওয়ামা ইস্যুতে বেমালুম পর্দাফাঁস করলেন কুরেশি

পুলওয়ামাকাণ্ড নিয়ে রীতিমত অস্বস্তিতে পাকিস্তান। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে কোনও শোকবার্তা আসেনি।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামাকাণ্ড নিয়ে রীতিমত অস্বস্তিতে পাকিস্তান। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে কোনও শোকবার্তা আসেনি। পাশাপাশি তিনি ভারতের কাছে প্রমাণ চান, যে কিভাবে ভারত গোটা ঘটনায় পাকিস্তানকে দোষোরোপ করছে! এদিকে, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পরই পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ জানিয়ে দেয় তারা হামলার দায় স্বীকার করছে। এরপর পাক বিদেশমন্ত্রী ফাঁস করে ফেলেন যে সইশ প্রধান মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে। আর সেই ঘটনার পর আরও এক মন্তব্যে পাকিস্তানকে কার্যত বিপাকে ফেলে দিলেন সেদেশের বিদেশমন্ত্রী!

পাক বিদেশমন্ত্রীর দাবি

পাক বিদেশমন্ত্রীর দাবি

বিবিসির এক সাক্ষাৎকারে একাধিক তথ্য ফাঁস করে ফেললেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আগেই তিনি জানিয়েছিলেন মাসুদ আজহার অসুস্থ। সে পাকিস্তানে আছে।আর এবার তিনি এই সাক্ষাৎকারে জানিয়ে ফেললেন মাসুদ পাকিস্তানে তার বাড়িতে আছে। পাশাপাশি তাঁর কাছে প্রশ্ন করা হয় কেন পাকিস্তান জইশ -এ-মহম্মদের মতো জঙ্গি সংঠনকে নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না? জাবাবে তিনি জানান , গোটা বিষয়টি নিয়ে একটু সংশয় রয়েছে। পাক বিদেশমন্ত্রীর দাবি, জইশ-এ-মহম্মদ পুলওয়ামাকাণ্ডের দায় স্বীকার করেনি।

কুরেশির দাবি

কুরেশির দাবি

পাক বিদেশমন্ত্রীর দাবি, জইশ নিয়ে যে তথ্য উঠে আসছে তা মিথ্যা। তিনি জানান, জঙ্গি সংগঠন জইশের সঙ্গে পাকিস্তান সরকারের লোকজন যোগাযোগ করলে, জইশ সাফ জানিয়ে দেয় তারা এই ঘটনার নেপথ্যে নেই।

পুলওয়ামা ও জইশের বক্তব্য

পুলওয়ামা ও জইশের বক্তব্য

উল্লেখ্য, জইশের তরফে ওই আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারির হামলা নিয়ে তাদের মুখপাত্রের বিবৃতি জানানো হয়। পাশাপাশি জঙ্গি সংগঠন জানায় ভারত বিরোধী কাজ করতেই এই হামলা করা হয়েছে। আর এই সমস্ত তথ্যের পর পাকিস্তান ফের একবার আড়াল করতে চাইছে জঙ্গি সংগঠন জাইশ-এ-মহম্মদকে।

English summary
A day after admitting that Jaish-e-Mohammed chief Masood Azhar is in Pakistan, the country’s foreign minister Shah Mahmood Qureshi made another startling admission – that Islamabad government has been in touch with the banned terror outfit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X